'ব্রাজিল-আর্জেন্টিনা' ফাইনালের স্বপ্ন নিয়ে ১২ জুন থেকে শুরু হবে বিশ্বকাপের বিশতম আসর। অনেক আগেই লুই ফিলিপ স্কলারি বিশ্বকাপের জন্য ব্রাজিলের ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন। মারাকানায় নেইমারদের প্রতিপক্ষ হিসেবে মেসিদের দেখার জন্য মুখিয়ে আছে বিশ্ব। কিন্তু কারা হচ্ছেন নেইমারদের সম্ভাব্য প্রতিপক্ষ! সোমবার গভীর রাতে আলেসান্দ্রো স্যাবেলা বিশ্বকাপের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন। লিওনেল মেসির নেতৃত্বে এ দলে সব তারকাই স্থান পেয়েছেন। বাদ পড়েছেন কেবল হোসে সোসা, নিকোলাস অতামেন্দি এবং এভার বেনেগা।
গ্রুপ পর্বে ব্রাজিল এবং আর্জেন্টিনা দুই দলই যদি চ্যাম্পিয়ন হয় অথবা রানার্সআপ হয়, তবে ফাইনালের আগে দুই দলের দেখা হওয়ার সম্ভাবনা নেই। তবে এক দল গ্রুপ চ্যাম্পিয়ন এবং এক দল রানার্সআপ হলে ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হতে পারে সেমিফাইনালে। শর্ত হলো, দুই দলকেই পেরিয়ে আসতে হবে সব বাধা। নেইমার-আলভেস-মার্সেলো-ফ্রেডদের সম্ভাব্য সেমিফাইনাল অথবা ফাইনাল প্রতিপক্ষ তারকাসমৃদ্ধ আর্জেন্টিনার দল। চারবারের বর্ষসেরা তারকা লিওনেল মেসি ছাড়াও এ দলে আছেন সার্জিও আগুয়েরো, অ্যাঞ্জেল ডি মারিয়া, গঞ্জালো হিগুয়েন, ইজেকুয়েল লেভেজ্জির মতো তারকারা। এছাড়াও ডিফেন্সে আছেন ডেমিচেলিসের মতো তারকা ফুটবলার। মাসকারেনো ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে এরই মধ্যে নাম করেছেন ইউরোপে। তারকানির্ভর আর্জেন্টিনা দল। ব্রাজিলও অনেকটাই তারকানির্ভর দল। নেইমার ছাড়াও আছেন দানিয়েল আলভেস, ডেভিড লুইজ, থিয়াগো সিলভার মতো তারকা। দুই তারকানির্ভর দল ফাইনালে মুখোমুখি হলে মন্দ হবে না।
গোলরক্ষক
সার্জিও রোমেরো, অগাস্টিন অরিয়ন ও মারিয়ানো আনডোজার।
ডিফেন্ডার
ইজেকুয়েল গ্যারে, হুগো ক্যামপেগনারো, পাবলো জাবালেতা, মার্টিন ডেমিচেলিস, মারকস রোজো, ফেডেরিকো ফার্নান্দেজ ও হোসে মারিয়া বাসান্তা।
মিডফিল্ডার
ফার্নান্দো গ্যাগো, লুকাস বিগলিয়া, অ্যাঞ্জেল ডি মারিয়া, এঞ্জো পিরেজ, গঞ্জালো হিগুয়েন, ম্যাঙ্ িরদ্রিগেজ, অগাস্টো ফার্নান্দেজ, হাভিয়ের মাসকারেনো ও রিকার্ডো আলভারেজ।
ফরোয়ার্ড
লিওনেল মেসি, রদ্রিগো প্যালাসিও, সার্জিও আগুয়েরো ও ইজেকুয়েল লেভেজ্জি (পিএসজি)।