তিন বছরে দুবার আইপিএল সেরা জিতল কলকাতা নাইট রাইডার্স। নাইটদের দুই শিরোপারই ভাগিদার বাংলাদেশের সাকিব আল হাসান। দুই বছর আগে প্রথম যখন চ্যাম্পিয়ন হয়েছিল নাইট রাইডার্স, তারচেয়ে বেশি উৎফুল্ল এবার শিরোপা জিতে। আইপিএল শিরোপা জেতার পরদিনই সিয়াট বর্ষসেরা টি-২০ ক্রিকেটার হয়েছেন টাইগারদের সাবেক অধিনায়ক। গতকাল 'নন্দনকানন' ইডেনে ৬ হাজার ক্রিকেটপ্রেমীর উপস্থিতিতে জমকালো সংবর্ধনা দেওয়া হয় বলিউড বাদশাহ শাহরুখ খানের নাইট রাইডার্সকে। সংবর্ধনা দেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
কাল বিকালে ইডেনে সংবর্ধনা দেওয়া হয় নাইট রাইডার্সদের। রাজনৈতিক সফর ছোট করে অনুষ্ঠানে উপস্থিত হন মমতা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের বেশ কয়েকজন মন্ত্রী ও সাংস্কৃতিক জগতের ব্যক্তিত্বরা। বাংলা ক্রিকেট এসোসিয়েশন (সিএবি) থেকে প্রত্যেক ক্রিকেটারকে উপহার দেওয়া হয় এক ভরি স্বর্ণের আংটি। এছাড়া রাজ্য সরকার দলের প্রতিটি সদস্যকে আলফান্সো আম, মিস্টি, হস্ত শিল্পের স্মারক ও ব্যাট-বলের প্রতিকৃতি উপহার দেয়। নাইটদের সংবর্ধনা দিতে ৬৪ ফুট লম্বা ও ৩২ ফুট চওড়া কাঠের পাটাতনের একটি মঞ্চ তৈরি করা হয়। অনুষ্ঠানে নাইটদের বরণ করা হয় ইডেন স্টেডিয়ামের আদলে তৈরি বিশাল এক কেক কেটে। কেক কাটেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, নাইট রাইডার্সের কর্ণধার শাহরুখ খান, জুহি চাওলা ও অধিনায়ক গৌতম গম্ভীর। এরপর সেটা খাওয়ানো হয় সব ক্রিকেটারকে। সাকিব, শাহরুখ, জুহিসহ নাইট রাইডার্স ক্রিকেটারদের দেখতে সকাল থেকেই মাঠে উপচে পড়েছিল দর্শকের ভিড়। প্রবেশ ফ্রি থাকায় স্টেডিয়ামে ঢুকতে দর্শকদের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। সামাল দিতে লাঠিচার্জ করেন পুলিশ।