হরতালের জন্য পিছিয়েছে একদিন। কালও হরতাল ছিল। কিন্তু ওয়ানডে সিরিজে সমস্যা হবে বলে পেছানো হয়নি খেলা। কাল তাই খেলা হয়েছে নারায়ণগঞ্জ ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। খেলা মাঠে গড়ালেও বারবার বাঁধাগ্রস্ত হয়েছে বৃষ্টিতে। জিম্বাবুয়ে 'এ'র বিপক্ষে দ্বিতীয় চার দিনের ম্যাচের প্রথম দিনটা বিনা উইকেটেই পার করেছে বাংলাদেশ 'এ'। অনেক দিন পর খেলতে নেমে হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন শাহরিয়ার নাফিস। শাহরিয়ারের অপরাজিত ৫৮ রানে ভর করে ২১.২ ওভারে বিনা উইকেটে ৮৮ রান তুলেছে স্বাগতিক দল। আরেক ওপেনার সাদমান ইসলাম ধীরলয়ে ব্যাটিং করে অপরাজিত রয়েছেন ১৮ রানে। দুই দলের প্রথম চার দিনের ম্যাচটি স্বাগতিকরা জিতেছিল ৬ উইকেট। কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ম্যাচটিতে ১৩২ রানে ১৫ উইকেট নিয়ে রেকর্ড গড়েন বাঁ হাতি স্পিনার সাকলাইন সজিব। বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে এটাই ব্যক্তিগত সেরা বোলিং পারফরম্যান্স।