বাংলাদেশের কিংবদন্তি হকি খেলোয়াড় জুম্মন লুসাই আর নেই। আজ রবিবার বেলা ৩টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তার মৃত্যুতে ক্রীড়াঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
১৯৫৫ সালের ১২ অগাস্ট জন্মগ্রহণ করেন জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত হকি খেলোয়াড় জুম্মন। জুম্মন ১৯৮২ থেকে ১৯৯০ সাল পর্যন্ত জাতীয় দলের রক্ষণভাগের হয়ে মাঠে আলো ছড়ান। হকি ফেডারেশনের দেওয়া তথ্য অনুযায়ী, তিনি বাংলাদেশের একমাত্র হকি খেলোয়াড়, যিনি বিশ্ব একাদশের হয়ে খেলার গৌরব অর্জন করেন।
আন্তর্জাতিক আসরে বাংলাদেশের একমাত্র খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক করার কীর্তিও জুম্মনের গড়া। ১৯৮৫ সালে এশিয়া কাপে ইরানের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন সিলেটের এই ডিভেন্ডার।
১৯৮২ সালে দিল্লিতে অনুষ্ঠিত ৯ম এশিয়ান গেমসে অংশ নেন জুম্মন। ১৮৮৫ সালে ঢাকায় দ্বিতীয় এশিয়া কাপ, ১৯৮৬ সালে সিউলের ১০ম এশিয়ান গেমস ও ১৯৮৯ সালে দিল্লিতে তৃতীয় এশিয়া কাপে বাংলাদেশ দলের পক্ষে হয়ে খেলেন তিনি। সিউলের আসরে বাংলাদেশ দলের সহ-অধিনায়ক ছিলেন ‘পেনাল্টি কর্নার স্পেশালিস্ট’ বলে পরিচিত জুম্মন।
বিডি-প্রতিদিন/১৮ জানুয়ারি ২০১৫/আহমেদ