বলগুলো ব্যাটের আঘাতে মুড়ি মুড়কির মতো ছিটকে যাচ্ছিল বাউন্ডারির বাইরে। কোন বোলারই তার সামনে দাঁড়াতে পারছিল না। দক্ষিণ আফ্রিকার ডি ভিলিয়ার্স কাল জোহানেসবার্গের ওয়ান্ডারার্স পার্কে গড়লেন অনন্য এক রেকর্ড। ব্যাট হাতে আঁকলেন এক টর্নেডোর ছবি, যা তাকে স্থান দিয়েছে এভারেস্টসম উচ্চতায়। নিজের নামটা লিখে দিলেন ইতিহাসের সোনালি পাতায়। ক্যারিবীয়দের বিপক্ষে প্রোটিয়াস অধিনায়ক সেঞ্চুরি করেন মাত্র ৩১ বলে। যা নতুন ওয়ানডে বিশ্বরেকর্ড। ভেঙে দেন গত বছরের কোরে অ্যান্ডারসনের ৩৬ বলের সেঞ্চুরিটিকে।
ঝড়ো ইনিংসটি দেখতে ক্লিক করুন: https://www.youtube.com/watch?v=-_FiC7Dah94&feature=youtu.be
বিডি-প্রতিদিন/ ১৯ জানুয়ারি ২০১৫/আহমেদ