সেমিফাইনাল নিশ্চিত করতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে বাংলাদেশকে দুর্বল গ্রুপে ফেলা হয়েছে। মালয়েশিয়া ও শ্রীলঙ্কার বিপক্ষে লড়তে হবে এমিলিদের। অনেকের আশা মালয়েশিয়া না হোক শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশ ঠিকই শেষ চারে জায়গা করে নেবে। প্রশ্ন উঠেছে বাস্তবে বাংলাদেশ শেষ চারে খেলতে পারবে কীনা? বিকেএসপিতে জাতীয় দল আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে। গতকাল তারা ঢাকা আবাহনীর বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে অংশগ্রহণ করে। লক্ষ্য ছিল কেমন প্রস্তুতি চলছে তা পর্যবেক্ষণ করা। আবাহনী এখন তেমন শক্তিশালী দলও নয়। লোকাল কালেকশনে ওয়াহেদ ছাড়া কোনো তারকা ফুটবলার নেই বললেই চলে। ওয়াহেদ আবার কাল জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন। আবাহনীর শক্তি বলতে শুধু বিদেশিরাই ছিল। এমন আবাহনীর সামনেও পেরে উঠত পারল না। ০-২ গোলে হেরে মাঠ ছেড়েছে এমিলিরা।
বিকেএসপিতে অনুষ্ঠিত এই ম্যাচে শেষের দিকে গোল হজম করে হেরে যায় বাংলাদেশ। কথা হচ্ছে আবাহনীর কাছে এভাবে হারল কেন? এক খেলোয়াড় বলেছেন প্রচণ্ড শীতে আমরা ঠিকমতো খেলতে পারেনি। এটা কি কোনো যুক্তি হতে পারে? তাহলে আবাহনী খেলল কীভাবে। ম্যানেজার আমিরুল ইসলাম বাবু জানালেন, এই ম্যাচকে আমরা পরীক্ষা হিসেবে নিয়েছি। তাই মেইন মেইন খেলোয়াড়দের পুরো সময় ধরে খেলায়নি। তিনি বলেন, এই হারে ভালোই হয়েছে। ২৯ জানুয়ারি মাঠে নামার আগে আমরা দুর্বল দিকগুলো ভালোভাবে চিহ্নিত করতে পারব। বাবুর এ কথা কিছুটা যুক্তি সঙ্গত হলেও আবাহনীর কাছে হারের পর প্রশ্ন উঠতেই পারে এমন দল নিয়ে দুর্বল গ্রুপে পড়ে বাংলাদেশ সুবিধা করতে পারবে কিনা? সাইফুল বারী টিটুর তত্ত্বাবধানে জাতীয় দল প্রশিক্ষণ করছে। কিন্তু টিটু প্রস্তুতিতে কতটা মনোযোগী সেটাও প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। বাফুফের সিদ্ধান্ত অনুযায়ী বঙ্গবন্ধু কাপে মূল কোচের দায়িত্ব পালন করবেন লোডডিক ক্রুইফ। শুক্রবার তার আসার কথা রয়েছে। যেহেতু ভারপ্রাপ্ত সে কারণে প্রশিক্ষণে টিটু নিজেকে মনোযোগী রাখতে পারছেন না। খেলোয়াড়ও এ নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছেন। তাই প্রস্তুতি ম্যাচে তারাও ততটা নিজেদের তুলে ধরেছেন কিনা তা দেখবার বিষয়। কথা হচ্ছে মূল কোচই যদি নিশ্চিত না হয়ে থাকে তাহলে প্রশিক্ষণ করে লাভটা কী হচ্ছে? ৮/৯ দিন বাকি আছে টুর্নামেন্টের। এই অবস্থায় যতই দুর্বল গ্রুপ হোক না কেন এমিলিরা উজার করে খেলতে পারবেন কি? আবাহনীর এ জয়ে পরিষ্কার হয়ে গেছে জাতীয় দল কতটা অগোছালো। মালয়েশিয়ার সঙ্গে কি করবে বলা যায় না। কিন্তু শ্রীলঙ্কার কাছে হেরে বাংলাদেশ যদি সেমিফাইনালে না যেতে পারে তাহলে ইজ্জত কি থাকবে?