আসন্ন বিশ্বকাপে স্ত্রী বা গার্লফ্রেন্ডকে সঙ্গে রাখতে পারবেন না ভারতীয় ক্রিকেটাররা। এটা নিঃসন্দেহে ধোনি বাহিনীর জন্য দুঃখের সংবাদ। তবে এমনটাই পরিকল্পনা রয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের।
খুব শীঘ্রই বিসিসিআই সরকারিভাবে এই নির্দেশ ক্রিকেটারদের জানিয়ে দেবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে ক্রিকেটারদের সঙ্গে স্ত্রীকে রাখার অনুমতি দিয়েছে বোর্ড।
ইংল্যান্ড সফরে গার্লফ্রেন্ড অানুষ্কা শর্মাকে সঙ্গে রাখার বিশেষ ছাড়পত্র পেয়েছিল বিরাট কোহলি। কিন্তু বিশ্বকাপে সে গুড়ে বালি। বড় আসরের কথা মাথায় রেখেই ক্রিকেটারদের মোহমুক্ত রাখতে চাইছেন বোর্ড কর্তারা। সব ঠিকঠাক চললে বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনি, শিখর ধাওয়ানরা তাদের সঙ্গে স্ত্রীদের আর রাখতে পারবেন না। ১৪ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মাটিতে শুরু হচ্ছে বিশ্বকাপ।
বিডি-প্রতিদিনি/২০ জানুয়ারি ২০১৫/আহমেদ