উপসাগরীয় যুদ্ধে ইরান এবং ইরাকের জনগণকে কি মূল্যই না দিতে হয়েছিল। অসংখ্য মানুষকে জীবনের বলিদান দিতে হয়েছে। তবে দুই দেশের সেই উত্তেজনা এখন অনেকটাই কমে গেছে। উপসাগরীয় যুদ্ধের দুই প্রতিপক্ষ এশিয়ান কাপ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে। গতকাল ডি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ফিলিস্তিনকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে যুদ্ধ বিধ্বস্ত ইরান। দলের পক্ষে গোল করেছেন মাহমুদ এবং ইয়াসিন। ডি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন জাপানও। দলকে জয় উপহার দিয়েছেন হোন্ডা এবং কাগাওয়া। জাপান কোয়ার্টার ফাইনালে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে। ইরান এবং ইরাক আগামী বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে।