অ্যাটলেটিকো মাদ্রিদ কোপা দেল রে কাপের শেষ ষোলতে শহুরে প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। তবে এখানেও তাদেরকে মুখোমুখি হতে হচ্ছে স্প্যানিশ ফুটবলে দিয়েগো সিমিওনের শিষ্যদের জন্য কঠিন প্রতিপক্ষ হিসেবে পরিচিত বার্সেলোনার। আজ ন্যু ক্যাম্পে কোপা দেল রে কাপের কোয়ার্টার ফাইনালে প্রথম লেগ খেলতে নামছে বার্সেলোনা-অ্যাটলেটিকো মাদ্রিদ। গত সপ্তাহেই ন্যু ক্যাম্পে অ্যাটলেটিকো মাদ্রিদকে ৩-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। সেই ম্যাচে আলো ছড়িয়েছিলেন লিওনেল মেসি, নেইমার এবং লুইস সুয়ারেজ। তবে আজ দিয়েগো সিমিওনে সেই ম্যাচের প্রতিষেধক দিয়েই শিষ্যদের মাঠে পাঠাবেন। অ্যাটলেটিকো মাদ্রিদ রবিবার লা লিগার ম্যাচে গ্রানাডাকে ২-০ গোলে হারানোর পর আর্জেন্টাইন কোচ দিয়েগো সিমিওনে বলেছেন, অ্যাটলেটিকো তাদের পূর্ণ ফর্মে ফিরেছে। তোরেস-মানজুকিচ জুটি অ্যাটলেটিকো ভক্তদের নতুন কিছুর স্বপ্নই দেখাচ্ছে। বার্সেলোনার কাছে পরাজয়ের বেদনা ভুলে গেছে তারা। অন্যদিকে একইদিনে বার্সেলোনা লিওনেল মেসির অসাধারণ হ্যাটট্রিকে ৪-০ গোলে হারিয়েছে দিপোর্তিভো লা করোনাকে। বার্সেলোনার ভক্তদের জন্যও ম্যাচটা ছিল মৌসুমের সেরা। দুই পক্ষই পূর্ণ ছন্দ নিয়ে আজ ন্যু ক্যাম্পে খেলতে নামবে। কোপা দেল রে কাপ জয়ের পথে বার্সেলোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদের সামনে সবচেয়ে বড় বাধা এই কোয়ার্টার ফাইনালই। দুই পক্ষের লড়াইয়ে বিজয়ী দলই সম্ভবত এবার কোপা দেল রে কাপ জয় করতে যাচ্ছে। দেখা যাক, বার্সেলোনার বিপক্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ প্রতিশোধ নিতে পারে কি না। নাকি ম্যাজিক্যাল মেসি আরও একবার প্রতিপক্ষের জন্য বিভীষিকা হয়ে দেখা দেন! এদিকে আজ কোপা দেল রে কাপে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ খেলতে নামছে ভিলারিয়াল-গেটাফে এবং মালাগা-অ্যাথলেটিক।
সেমিফাইনালে বার্সেলোনা-অ্যাটলেটিকো ম্যাচের বিজয়ী দল মুখোমুখি হবে ভিলারিয়াল-গেটাফে ম্যাচের বিজয়ীর সঙ্গে।