আসছে ফুটবল মৌসুমে দলবদলের কাজ সম্পন্ন করে ফেলল ফেনী সকার ক্লাব। গতকাল তারা বাফুফে ভবনে ২৬ জন খেলোয়াড়ের নাম রেজিস্ট্রেশন করান ক্লাব কর্মকর্তারা। দলে কোনো পরিচিত মুখ নেই। এবারে দলের হয়ে যারা খেলবেন : আহসান হাবিব বিপু, আকবর হোসেন রিদম, রমজান আলী মোল্লা, মো. শাহিন, মো. জহিরুল ইসলাম, আশিক আহমেদ, মো. পারভেজ, এমএস মনজুর রহমান মানিক, সোহেল মিয়া, সেলিম উল্লাহ, মো. রকি, ইফতেখারুল আনম শাকিল, মো. সাদ্দাম হোসেন, আবদুল্লাহ আল মামুন, আজমল হোসেন বিদ্যুৎ, আলী হোসেন, আলাউদ্দিন, শাহারান হাওলাদার, শাজাহান সম্রাট, সবুজ বিশ্বাস, সুজন বিশ্বাস, মো. নরুল করীম, সিটুল, ইকবাল হোসেন ভূইঞা, ইমদাদুল হক মনু ও ইমরান হোসেন রিমন।
কোনো বিদেশি খেলোয়াড়ের নাম রেজিস্ট্রেশন করা হয়নি। ক্লাবের যুগ্ম সম্পাদক শাখায়াত হোসেন ভুইয়া শাহিন জানান, এবারেও গাম্বিয়ান থেকে চার ফুটবলার আনা হচ্ছে।