বিশ্বকাপ ফুটবল-২০১৪ উপলক্ষে আয়োজিত 'বাংলাদেশ প্রতিদিন-রয়েল টাইগার' কুইজ প্রতিযোগিতার প্রথম ও দ্বিতীয় পর্বের ড্র গতকাল বাংলাদেশ প্রতিদিনের কনফারেন্স কক্ষে এক ঘরোয়া পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজামের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবলের দুই কিংবদন্তিতুল্য ফুটবলার কায়সার হামিদ ও ছাইদ হাছান কানন। ড্রতে প্রথম পর্বের প্রথম পুরস্কার ঢাকা-ব্যাংকক-ঢাকা প্লেন টিকিট জিতেছেন ঢাকার মো. ছাকাহুল এবং দ্বিতীয় পর্বের প্রথম পুরস্কার ১১০ সিসি মোটরসাইকেল জিতেছেন ঢাকার মো. সেকেন্দার হোসেন।
বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম রয়েল টাইগারকে ধন্যবাদ দিয়ে বলেন, 'আমরা তাদেরকে সব সময়ই পাশে পাই। আশা করি ভবিষ্যতেও রয়েল টাইগার আমাদের সঙ্গে থাকবে।' তিনি সাবেক ফুটবলার কায়সার হামিদকে পরিচয় করিয়ে দিতে গিয়ে বলেন, তিনি এক বিখ্যাত পরিবারের সন্তান। বাংলাদেশের ইতিহাসের এক কালো অধ্যায়কে তার পিতা কর্নেল হামিদ তরুণ প্রজন্মের সামনে নিয়ে এসেছেন। কর্নেল হামিদ ১৯৭৫ সালের আগস্টে বঙ্গবন্ধু পরিবারের ওপর নৃশংস হত্যাকাণ্ড সম্পর্কে অসংখ্য অজানা তথ্য জানিয়েছেন নতুন প্রজন্মকে। অতিথির বক্তব্যে কায়সার হামিদ সদ্য সমাপ্ত বঙ্গবন্ধু কাপ সম্পর্কে বলেন, 'বঙ্গবন্ধু কাপে দর্শকদের উপস্থিতিতে আমরা মুগ্ধ। আশির দশকে ফুটবলে দর্শকদের এমন জোয়ার থাকত। সিলেটে এবং ঢাকায় দর্শকদের উপস্থিতিই বলে দর্শকরা এখনো ফুটবলকে কতটা ভালোবাসে।' তিনি নিজেকে বাংলাদেশ প্রতিদিন পরিবারের সদস্য হিসেবে দাবি করে বলেন, ফুটবলের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বাংলাদেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলরক্ষক ছাইদ হাছান কানন নিজেকে বাংলাদেশ প্রতিদিন পরিবারের একজন সদস্য হিসেবে নিজের পরিচয় তুলে ধরেন। তিনি বলেন, 'এ কুইজ প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছেন তাদেরকে অভিনন্দন।' তিনি বাংলাদেশের ফুটবল সম্পর্কে বলেন, 'এখন ফুটবলে ভালো খেলছে বাংলাদেশ। কাজী সালাউদ্দিনকে ধন্যবাদ বঙ্গবন্ধু কাপ আয়োজনের জন্য। এ ধরনের আয়োজনই দেশের ফুটবলকে দ্রুত এগিয়ে নেবে।' কানন সবাইকে ফুটবলের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বাংলাদেশের স্বনামধন্য মডেল মৌ নিজেকে ফুটবলের একজন ভক্ত হিসেবে ব্যক্ত করে এ কুইজ প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছেন তাদেরকে অভিনন্দন জানান। গ্লোব ফার্মাসিউটিক্যালস গ্রুপ অব কোম্পানিজ লিমিটেডের সেলস অ্যান্ড মার্কেটিং ডাইরেক্টর খাইরুল আনাম বলেন, 'আমরা সব সময়ই বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে থাকি। ভবিষ্যতেও এ ধরনের আয়োজনে আমরা বাংলাদেশ প্রতিদিনের সঙ্গী হতে চাই।' গ্লোব সফট ড্রিংকস অ্যান্ড এএসটি বেভারেজ লিমিটেডের সেলস অ্যান্ড মার্কেটিং জিএম হোসেন শামিম ইফতেখারও ভবিষ্যতে বাংলাদেশ প্রতিদিনের এমন আয়োজনে সঙ্গী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
এ ছাড়াও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্লোব সফট ড্রিংকস অ্যান্ড এএসটি বেভারেজ লিমিটেডের সিনিয়র ব্র্যান্ড মার্কেটিং মেজবাউদ্দিন, ব্র্যান্ড ম্যানেজার জোহেব আহমেদ ও ডেপুটি ম্যানেজার মিডিয়া রনবীর সাহা। উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের যুগ্ম-সম্পাদক আবু তাহের, উপসম্পাদক মাহমুদ হাসান, প্রধান বার্তা সম্পাদক মাশুক চৌধুরী, সিনিয়র সহকারী সম্পাদক কালাম আজাদ, প্রধান প্রতিবেদক শিমুল মাহমুদ ও হেড অব মার্কেটিং মাসুদুর রহমান।
পুরস্কার পেলেন যারা
প্রথম পর্ব
১ম পুরস্কার : ঢাকা-ব্যাংকক-ঢাকা প্লেন টিকিট (১টি)
মো. ছাকাহুল, ঢাকা
২য় পুরস্কার : ১২ সিএফটি রেফ্রিজারেটর (১টি)
খালেদ আল-ফাসানি, ঢাকা
৩য় পুরস্কার : ঢাকা-কক্সবাজার-ঢাকা
প্লেন টিকিট (১টি) মিরাজ, ঢাকা
৪র্থ পুরস্কার : ২১ ইঞ্চি রঙিন টেলিভিশন (১টি)
মো. হুমায়ুন কবীর, পটুয়াখালী
৫ম পুরস্কার : মাইক্রোওভেন (২টি)
মারিয়া, খুলনা
তসলিম উদ্দিন, ঢাকা
৬ষ্ঠ পুরস্কার : ডিভিডি প্লেয়ার (৪টি)
এস এম নুরুল ইসলাম, ঢাকা
দেলোয়ার হোসেন, ময়মনসিংহ
মো. রেজাউল করিম, ঢাকা
সামিয়া আক্তার, চাঁদপুর
২য় পর্ব
১ম পুরস্কার : ১১০ সিসি মোটরসাইকেল (১টি)
মো. সেকেন্দার হোসেন, ঢাকা
২য় পুরস্কার : এলসিডি টেলিভিশন (১টি)
দেলোয়ার হোসেন (বাচা), চট্টগ্রাম
৩য় পুরস্কার : রেফ্রিজারেটর (১টি)
তৌফিক, ঢাকা
৪র্থ পুরস্কার : মাইক্রোওভেন (১টি)
সাথী, নারায়ণগঞ্জ
৫ম পুরস্কার : ডিভিডি প্লেয়ার (২টি)
মাসুদ, ঢাকা
নুরুল আহাদ, ঢাকা
৬ষ্ঠ পুরস্কার : মোবাইল সেট (৪টি)
ইয়াসিন খান, ঢাকা
মো. ইব্রাহিম, ঢাকা
মু. আবুল বাশার, ঢাকা
মো. শাহাবুদ্দিন, ঢাকা
শিরোনাম
- ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি
- কিশোরগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
- বাংলাদেশে শরিয়তবিরোধী কোনো আইন প্রণীত হবে না : সালাহউদ্দিন
- গৌরনদীতে গাঁজাসহ আটক মাদক বিক্রেতার এক বছরের কারাদণ্ড
- জুলাই মাসে দেশের সামগ্রিক পিএমআই সূচক বেড়ে ৬১.৫
- বগুড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- বাস পুকুরে, প্রাণ গেল তিন মাসের শিশুর
- ২৬ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েও পড়া হলো না রাফিয়ার
- রমজানের আগে নির্বাচন দিয়ে সরকার জনগণের আকাঙ্ক্ষা পূরণ করেছে : রিজভী
- ‘জাতীয় স্বার্থে সব দল এক জায়গায় বসার পরিবেশ সৃষ্টিতে কাজ করছে বিএনপি’
- ট্রাম্পের দ্বিগুণ শুল্কে ভারতের শেয়ারবাজার ধস
- লিভারপুল থেকে আল হিলালে যোগ দিচ্ছেন স্ট্রাইকার নুনেজ
- গাজায় ইসরায়েলি বর্বরতায় ২৪ ঘণ্টায় আরও ৯৮ ফিলিস্তিনি নিহত
- দেশ গঠনে ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে: রফিক শিকদার
- আগামী নির্বাচনের আগে দুর্নীতি দূর করব : বাণিজ্য উপদেষ্টা
- নারায়ণগঞ্জে হকারের ঘুষিতে প্রাণ গেল আরেক হকারের
- কক্সবাজারে পাসপোর্ট অফিস ও হাসপাতালে র্যাবের অভিযান, আটক ৪ দালাল
- দুদকের মামলায় কারাগারে কলিমউল্লাহ
- ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪০৮
- কক্সবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
বাংলাদেশ প্রতিদিন-রয়েল টাইগার কুইজের ড্র
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর