গত কয়েকটা মাস নানান সংকটে বার্সেলোনার ভবিষ্যতই অন্ধকার হয়ে পড়েছিল। নানান দুর্নীতির অভিযোগ, মেসি-এনরিকে দ্বন্দ্ব আর দলবদলে ফিফার নিষেধাজ্ঞা। সমস্যার যেন কোনো শেষ নেই। তবে গত কয়েক সপ্তাহে বার্সেলোনার পারফরম্যান্স বিচার করলে স্বীকার করতে হবে, এমন সংকট মাঝে মধ্যেই আসা উচিত। গত রবিবার লা লিগায় ৫-২ গোলে কঠিন প্রতিপক্ষ অ্যাথলেটিক বিলবাওকে উড়িয়ে দিয়েছেন লিওনেল মেসিরা। আর্জেন্টাইন এ জাদুকর ছাড়াও গোল করেছেন সুয়ারেজ, নেইমার এবং পেদ্রো। প্রতিটি গোলেরই কারিগর ছিলেন লিওনেল মেসি!
লা লিগায় অ্যাটলেটিকোর কাছে রিয়াল মাদ্রিদের পরাজয়ের ঠিক পরের দিনই বার্সেলোনার দূরন্ত এ জয় পুরো দৃশ্যপটটাই বদলে দিয়েছে। শিরোপার লড়াইয়ে এখন রিয়াল মাদ্রিদের চেয়ে বার্সেলোনা কেবল এক পয়েন্ট দূরে দাঁড়িয়ে আছে। ২২ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা। ২২ ম্যাচে অ্যাটলেটিকোর সংগ্রহ ৫০ পয়েন্ট। অবশ্য গোল ব্যবধানে এগিয়ে গেছে বার্সেলোনা। রিয়ালের গোল ব্যবধান +৪৮ (৭০-২২)। বার্সেলোনার গোল ব্যবধান +৪৯ (৬২-১৩)। লিওনেল মেসি লা লিগার চলতি মৌসুমে ২৩ গোল করার পাশাপাশি ১২ গোলে এসিস্টও করেছেন। তবে ২৮ গোল নিয়ে তালিকায় এখনো শীর্ষেই আছেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ১৭ গোল করে তৃতীয় স্থানে আছেন নেইমার। মেসি-নেইমার-সুয়ারেজ ত্রয়ী নিজেদেরকে প্রমাণ করে চলেছেন প্রতি নিয়তই। গত রবিবার গোল করার পর সুয়ারেজ বলেছেন, আমি জানতাম গোলের দেখা পাবই। অন্যদিকে নেইমার বলেছেন, আমাদের তিনজনের জুটি দিনে দিনে আরও ভয়ঙ্কর হয়ে উঠছে প্রতিপক্ষের জন্য।