অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ১৯৯২ বিশ্বকাপের সেরা স্পিনার পাকিস্তানের মুশতাক আহমেদ কয়েকদিন আগেই বলেছিলেন, এবারের বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে স্পিনাররা। কিন্তু মুশতাকের সঙ্গে এক মত নন, লঙ্কান স্পিন কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন। আইসিসির ওয়েবসাইটে লেখা নিজের কলামে তিনি লিখেছেন, এবারের অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপ স্পিনারদের জন্য কঠিন হবে। ঘরোয়া মৌসুমের শেষের দিকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে। তাই উইকেটে শুষ্ক থাকবে এবং স্পিনাররা টার্ন পাবেন, এটাই স্বাভাবিক। কিন্তু মুরালি মনে করেন, তারপরেও এবারের বিশ্বকাপে ভুগবেন স্পিনাররা। কেননা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড তো এমন বোকা নয় যে, স্পিনারদের জন্য স্বর্গ বানিয়ে রাখবে। যদিও দুই দেশের উইকেট আলাদা। তবে অতিরিক্ত বাউন্স থাকবে দুই উইকেটেই। তাছাড়া ঘরোয়া মৌসুম শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বেশ কয়েকটি ভেন্যুতে অস্ট্রেলিয়ান কিউরেটররা নতুন করে সার্ফেস তৈরি করেছে। বিশ্বকাপের মতো আসরের জন্য তারা বিশ্বমানের উইকেট তৈরিতে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে। অস্ট্রেলিয়ার মাটিতে মুরালির নিজের অভিজ্ঞতা কিন্তু মোটেও খারাপ নয়। ওয়ানডে ৫৮টি উইকেট শিকার করেছেন। তবে উইকেট পাওয়া খুবই কঠিন। এমন উইকেটে ভালো করার কৌশলও তিনি স্পিনার দেখিয়ে দিয়েছেন। মুরালি বলেন, 'অস্ট্রেলিয়ায় ব্যাটসম্যানদের টার্ন দিয়ে পরাস্ত করার থেকে অন্য কোনো পন্থায় আউট করার কৌশল খুঁজে বের করতে হবে।'
দেখতে হবে কখন ব্যাটসম্যানরা অধৈর্য্য হয়ে পড়েন, এই সময়টা বেছে নিতে হবে।'
১৯৯২ বিশ্বকাপে মুশতাক আহমেদের ১৬ শিকারের ঘটনাকে সামনে এনে স্পিনারদের আশার বাণীও শুনিয়েছেন। মুরালি বলেন, 'ভালো স্পিনাররা এই উইকেটেও নিজেদের মানিয়ে নিতে পারবেন। লংকান দুই অভিজ্ঞ স্পিনার রাঙ্গনা হেরাথ এবং সচিত্র সেনানায়েকের ব্যাপারেও আমি আশাবাদী।'