নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে রিয়াল ৪-০ গোলে হারার পর ড্রেসিং রুমে ফিরে ঘটা করে ৩০তম জন্মদিন উদযাপন করায় রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকাকে নিন্দা করেছেন ভক্ত-সমর্থকরা।
জানা গেছে, জন্মদিনের মুহূর্তটি উদযাপনের পর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করেন রোনালদো। আর হারে পর এমন ছবি পোস্ট করায় সমালোচনা ও নিন্দার ঝড় বইয়ে যায় সবখানে।
রোনালদোর জন্মদিন পালনের এই বিষয়টিকে স্পেনের শীর্ষ ক্রীড়া দৈনিক মার্কা ‘দ্য পার্টি ডিসকোর্ড’ হিসেবে বর্ণনা করেছে। রোনালদোর পার্টিতে ছিলেন দলের দ্বিতীয় গোলরক্ষক কেইলোর নাভাস, ডিফেন্ডার পেপে, ফ্যাবিও কোয়েন্ট্রে, লুকা মড্রিচ, সামি খেদিরা ও জেমস রদ্রিগেজ।
বিডি-প্রতিদিন/১০ জানুয়ারি, ২০১৫/মাহবুব