টেকনিক্যালি দলের সেরা ক্রিকেটার। মিডল অর্ডারের অন্যতম ভরসাও। অথচ বিশ্বকাপ ক্রিকেটের মূল মঞ্চে নামার আগে তিনটি প্রস্তুতি ম্যাচে বড় কোনো স্কোর করতে পারেননি মুশফিকুর রহিম। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচে কিছু রান এসেছে তার ব্যাট থেকে। কিন্তু পাকিস্তানের বিপক্ষে আইসিসির অফিশিয়াল প্রস্তুতি ম্যাচে সাজঘরে ফিরেন প্রথম বলেই। দেশসেরা ব্যাটসম্যান ব্যাটে রান নেই, তাই অনুশীলনে সময় ব্যয় করছেন অনেক বেশি। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে কাল ছিল টাইগারদের বিরতি। টেস্ট অধিনায়ক মুশফিক হোটেল রুমে না কাটিয়ে সময় ব্যয় করেছেন মাঠে। ব্যাটিং করেছেন দীর্ঘসময়। শুধু মুশফিক নন, তার সঙ্গে ঐচ্ছিক অনুশীলন করেছেন মুমিনুল হক সৌরভ, নাসির হোসেন, সাবি্বর রহমান রুম্মন, তাইজুল ইসলাম ও আল-আমিন। তাদের সহযোগিতা করেছেন ফিল্ডিং কোচ হিথ স্ট্রিক।
বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র তিন দিন। ক্রিকেট মহাযজ্ঞ শুরু হবে দুই স্বাগতিক দেশে। ১৪ ফেব্রুয়ারি মেলবোর্নে স্বাগতিক অস্ট্রেলিয়া মুখোমুখি হবে চির প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের এবং ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ ১৯৯৬ সালের বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। বাংলাদেশের প্রথম ম্যাচ ১৮ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ আফগানিস্তান, ভেন্যু ক্যানবেরা। বিশ্বকাপে এ নিয়ে টানা পঞ্চমবারের মতো খেলছে টাইগাররা। টার্গেট কোয়ার্টার ফাইনাল। দেশ ছাড়ার আগেই এমন স্বপ্নের কথাই দেশবাসীকে জানিয়েছিলেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দেশবাসীও সেই ক্ষণের অপেক্ষায়। ৭২ ঘণ্টা বাকি থাকলেও বেশ অনেক আগে থেকেই বিশ্বকাপের উন্মাদনার ঢেউ লেগেছে দেশেও। কাল আনুষ্ঠানিকভাবে ক্রিকেটারদের উৎসাহ যোগাতে স্বাক্ষর বই খুলেছে। সেখানে দেশের যে কোনো নাগরিক স্বাক্ষর দিতে পারবেন। এই খবর সুদূর সিডনিতে বসেই পেয়েছে টাইগাররা। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি মাশরাফি বাহিনী। অথচ পাকিস্তানের শক্তিশালী বোলিংয়ের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করেছে। জিম্বাবুয়ে সিরিজের পর প্রথমবার খেলতে নেমে আত্দবিশ্বাসী ব্যাটিং করেছেন বাঁ হাতি ওপেনার তামিম ইকবাল। ৮১ রানের ইনিংস খেলেছেন ১০৯ বলে। যাতে ছিল ৫টি বাউন্ডারি। তামিমের এমন নজরকাড়া ব্যাটিংয়ে হাফ ছেড়ে বেঁচেছে টিম ম্যানেজমেন্ট। যদিও ফিল্ডিং করেননি। কাল আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিং করবেন তামিম। সিডনি থেকে মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম তেমনই জানিয়েছেন, 'পাকিস্তানের বিপক্ষে তামিম অসম্ভব ভালো ব্যাটিং করেছেন। তবে ফিল্ডিং করেননি। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।' কাল প্রস্তুতি ম্যচে আয়ারল্যান্ডকে ১৭৯ রানে বড় ব্যবধানে হারিয়েছে স্কটল্যান্ড। স্কটিশদের বিপক্ষে ৪ মার্চ নেলসনে মুখোমুখি হবে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে হাফসেঞ্চুরি করেন মাহমুদুল্লাহ রিয়াদও। ৮৩ রানের দৃষ্টিনন্দন ইনিংস খেলেন ১০৯ বলে ৫ চারে। তিনটি প্রস্তুতি ম্যাচে অবশ্য সব মিলিয়ে টাইগারদের হাফসেঞ্চুরির সংখ্যা মাত্র চার। ক্রিকেট অস্ট্রেলিয়ার বিপক্ষে হাফসেঞ্চুরি করেছিলেন মুমিনুল ও নাসির। পাকিস্তানের বিপক্ষে করেন তামিম ও মাহমুদুল্লাহ। ব্যাটসম্যানদের ব্যাটে ধারাবাহিক রান না থাকলেও ভালো বোলিং করছেন পেসাররা। সিডনি থেকে রাবিদ বলেন, 'পাকিস্তানের বিপক্ষে দুরন্ত বোলিং করেছেন রুবেল। গতি ছিল, বাউন্সও ছিল তার বোলিংয়ে। মাশরাফি ভালো বোলিং করছেন। সব মিলিয়ে পেসাররা খুব ভালো বোলিং করছেন।' সিডনির উইকেটে বাউন্স, গতি সবই রয়েছে। বিশ্বকাপ ক্রিকেট নিয়ে উন্মাদনা যেমন বাংলাদেশে। তেমনি টাইগার ক্রিকেটারদের খেলা দেখার জন্য সিডনিতে উপস্থিত ছিলেন হাজার দুয়েক বাঙালি। তারা খেলা দেখার পাশাপাশি মাঠে বাংলাদেশের পতাকা উড়িয়ে সমর্থন জুগিয়েছেন সারা দিন। সবারই প্রত্যাশা বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল।