ঢাকা ছাড়ার আগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের অধিনায়ক মামুনুল ইসলাম জানিয়েছিলেন, পরিকল্পনা মতো ফুটবল খেলতে পারলে সাফল্য নিয়েই দেশে ফিরবেন তারা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন দলটি সেই লক্ষ্যে প্রথম ধাপ পেরিয়েছে বেশ ভালোভাবেই। এএফসি কাপের প্লে-অফে ম্যাকাওয়ের কাসা বেনফিকাকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে শীর্ষে ওঠার পথে উঠে এসেছে শেখ জামাল। আজ গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচ। প্রতিপক্ষ স্বাগতিক কিরগিজস্থানের এফসি আলগা। অবশ্য ড্র করলেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে প্লে-অফ রাউন্ড খেলবে বাংলাদেশ চ্যাম্পিয়নরা। স্বাগতিক দল আলগা নিজেদের প্রথম ম্যাচে ২-০ গোলে হারায় বেনফিকাকে। ফলে গোল পার্থক্যে এগিয়ে শেখ জামাল।
বৃহস্পতিবার এএফসি কাপের ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে শেখ জামাল খেলতে নামে অপরিচিত দল কাসা বেনফিকার বিপক্ষে। জয়ের জন্য শুরু থেকেই অলআউট ফুটবল খেলতে থাকে শেখ জামাল। খেলায় আধিপত্য বিস্তার করে রাখলেও ২৬ মিনিটে পিছিয়ে পড়ে। ম্যাকাওয়ের দলটি এগিয়ে যায় স্ট্রাইকার মারিও তারাওয়ের গোলে। প্রথমার্ধের শেষ সময়ে সমতা আনে শেখ জামাল। ৪৪ মিনিটে জামালের পক্ষে সমতাসূচক গোলটি করেন নাইজেরিয়ান স্ট্রাইকার এমেকা আনুওহা। সমতায় থেকে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে জয়ের জন্য মরিয়া হয়ে উঠেন মামুনুলরা। ৭২ মিনিটে অধিনায়কের দায়িত্ব পালন করেন মামুনুল গোল করে। দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে নামেন সাখাওয়াত ইসলাম রনি। রনি নামার পর আক্রমণের ধার বেড়ে যায় শেখ জামালের। রনি দুই-দুটি গোলও করেন। ৭৭ মিনিটে দলের তৃতীয় ও নিজের প্রথম গোল করেন রনি। ৮৬ মিনিটে ম্যাচের চতুর্থ ও নিজের দ্বিতীয় গোল করে জয় নিশ্চিত করেন রনি।
এএফসি কাপের পরবর্তী রাউন্ডের তারিখ ঠিক হয়েছে। তবে দল চূড়ান্ত হয়নি। তাই প্রতিপক্ষও ঠিক হয়নি। ১৬ দল নিয়ে নকআউট পর্ব শুরু ২৪-২৫ মে, ২০১৬। কোয়ার্টার ফাইনাল ১৩, ১৪, ২০ ও ২১ সেপ্টেম্বর ২০১৬। সেমিফাইনাল দুটি ২৭, ২৮ সেপ্টেম্বর এবং ১৮-১৯ অক্টোবর এবং ফাইনাল ৫ নভেম্বর। তবে ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি।
শিরোনাম
- শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির বিশাল র্যালি, মানুষের ঢল
- বরিশালে বিএনপির সমাবেশে যাওয়ার পথে নেতার মৃত্যু, অসুস্থ ১০-১২ জন
- জাবিতে স্বৈরাচার পতন দিবস উদযাপন: আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ
- সীমান্ত এলাকায় ছুরিকাঘাতে নিহত দোকানদার, আটক ১
- মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার
- গণঅভ্যুত্থান দিবসে লক্ষ্মীপুরে বিএনপির বিজয় র্যালি
- কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস
- সাজেকে পাহাড়ি ঢলে সড়ক ডুবে আটকা কয়েকশ পর্যটক
- বিনিয়োগে ওয়েট অ্যান্ড সির বছর পার
- গণ-অভ্যুত্থানের অর্জনকে বিভক্ত করা হচ্ছে : সাইফুল হক
- প্রধান উপদেষ্টার ঘোষণায় নির্বাচন নিয়ে দোদুল্যমানতা কেটে গেছে : সালাহউদ্দিন
- মাগুরায় নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- দীর্ঘ ১৭ বছর আন্দোলনের ফসল নির্বাচন : শেখ মজিবুর রহমান
- টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
- কুবিতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালিত
- খাগড়াছড়িতে বিএনপির বিজয় র্যালি ও সমাবেশ
- কাহালুতে বিজয় র্যালি ও সমাবেশে জনস্রোত
- কুমিল্লা শিক্ষাবোর্ডের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদের কবর জিয়ারত ও দোয়া
- পটুয়াখালীতে জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মিলন
- শাবিপ্রবিতে হযরত শাহজালাল (রহ.)-এর নামে কর্নার স্থাপন
শেখ জামাল জিতলেই গ্রুপ চ্যাম্পিয়ন
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর