ঢাকা ছাড়ার আগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের অধিনায়ক মামুনুল ইসলাম জানিয়েছিলেন, পরিকল্পনা মতো ফুটবল খেলতে পারলে সাফল্য নিয়েই দেশে ফিরবেন তারা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন দলটি সেই লক্ষ্যে প্রথম ধাপ পেরিয়েছে বেশ ভালোভাবেই। এএফসি কাপের প্লে-অফে ম্যাকাওয়ের কাসা বেনফিকাকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে শীর্ষে ওঠার পথে উঠে এসেছে শেখ জামাল। আজ গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচ। প্রতিপক্ষ স্বাগতিক কিরগিজস্থানের এফসি আলগা। অবশ্য ড্র করলেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে প্লে-অফ রাউন্ড খেলবে বাংলাদেশ চ্যাম্পিয়নরা। স্বাগতিক দল আলগা নিজেদের প্রথম ম্যাচে ২-০ গোলে হারায় বেনফিকাকে। ফলে গোল পার্থক্যে এগিয়ে শেখ জামাল।
বৃহস্পতিবার এএফসি কাপের ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে শেখ জামাল খেলতে নামে অপরিচিত দল কাসা বেনফিকার বিপক্ষে। জয়ের জন্য শুরু থেকেই অলআউট ফুটবল খেলতে থাকে শেখ জামাল। খেলায় আধিপত্য বিস্তার করে রাখলেও ২৬ মিনিটে পিছিয়ে পড়ে। ম্যাকাওয়ের দলটি এগিয়ে যায় স্ট্রাইকার মারিও তারাওয়ের গোলে। প্রথমার্ধের শেষ সময়ে সমতা আনে শেখ জামাল। ৪৪ মিনিটে জামালের পক্ষে সমতাসূচক গোলটি করেন নাইজেরিয়ান স্ট্রাইকার এমেকা আনুওহা। সমতায় থেকে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে জয়ের জন্য মরিয়া হয়ে উঠেন মামুনুলরা। ৭২ মিনিটে অধিনায়কের দায়িত্ব পালন করেন মামুনুল গোল করে। দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে নামেন সাখাওয়াত ইসলাম রনি। রনি নামার পর আক্রমণের ধার বেড়ে যায় শেখ জামালের। রনি দুই-দুটি গোলও করেন। ৭৭ মিনিটে দলের তৃতীয় ও নিজের প্রথম গোল করেন রনি। ৮৬ মিনিটে ম্যাচের চতুর্থ ও নিজের দ্বিতীয় গোল করে জয় নিশ্চিত করেন রনি।
এএফসি কাপের পরবর্তী রাউন্ডের তারিখ ঠিক হয়েছে। তবে দল চূড়ান্ত হয়নি। তাই প্রতিপক্ষও ঠিক হয়নি। ১৬ দল নিয়ে নকআউট পর্ব শুরু ২৪-২৫ মে, ২০১৬। কোয়ার্টার ফাইনাল ১৩, ১৪, ২০ ও ২১ সেপ্টেম্বর ২০১৬। সেমিফাইনাল দুটি ২৭, ২৮ সেপ্টেম্বর এবং ১৮-১৯ অক্টোবর এবং ফাইনাল ৫ নভেম্বর। তবে ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি।
শিরোনাম
- সংকটময় মুহূর্তে দেশ, কোনদিকে যাবে তা নির্ভর করছে নির্বাচনের ওপর : সিইসি
- মগবাজার রেল ক্রসিং এড়িয়ে চলার পরামর্শ
- জামায়াতের নির্বাচনী ক্যাম্পেইন ও ‘নোট অব ডিসেন্ট’ নিয়ে যা বললেন রুমিন ফারহানা
- রং সাইড দিয়ে আসা ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন বাস, নিহত বেড়ে ১৯
- মেট্রোরেলের নকশায় ভুল থাকতে পারে : ডিএমটিসিএল পরিচালক
- মলিকিউল ট্রেন্ড: তরুণদের মাঝে ছড়িয়ে পড়েছে ওজন কমানোর বিপজ্জনক এক বড়ি
- ভেনেজুয়েলায় মার্কিন সামরিক পদক্ষেপের পক্ষে নোবেলজয়ী মাচাদো
- সাবেক মুখ্যসচিব ড. কামাল সিদ্দিকীর ইন্তেকাল
- টানা ২২ দিন ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের অবস্থান কর্মসূচি
- আবারও ঢাকায় গান গাইতে আসছে ব্যান্ড ‘জাল’
- বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
- টেবিল টেনিসে ইরানি কোচ আনছে বাংলাদেশ
- পুরান ঢাকার মানুষদের শিকড়ের গল্প ‘মহল্লা'
- দীর্ঘদিনের দুই সতীর্থের অবসর নিয়ে যা বললেন মেসি
- শিগগিরই আমাদের সারা বছরের একটা আমলনামা প্রকাশ করব : বিডা চেয়ারম্যান
- ২২তম দিনে ইবতেদায়ি শিক্ষকদের অবস্থান, আজ করবেন বিক্ষোভ
- পা পিছলে ট্রেনের নিচে ব্যক্তি, তবুও বেঁচে গেলেন
- ট্রাম্পের হুমকির কৌশলী জবাব নাইজেরিয়ার
- আসতে পারে ১০ শৈত্যপ্রবাহ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
শেখ জামাল জিতলেই গ্রুপ চ্যাম্পিয়ন
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর