বাংলাদেশ জাতীয় দলের বরেণ্য খেলোয়াড় সাতক্ষীরার কৃতী সন্তান সৌম্য সরকার ও মুস্তাফিজুর রহমানকে গতকাল বিকাল ৫টায় সাতক্ষীরা সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে সংবর্ধনা দেওয়া হয়েছে। সৌম্য সরকার ও মুস্তাফিজুর রহমানের ক্রিকেট-বিস্ময়ের প্রাথমিক কারিগরি প্রতিষ্ঠান 'সুন্দরবন ক্রিকেট একাডেমি'-এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে দেশের পক্ষে কৃতিত্ব অর্জন ও সফলতায় অন্যতম ভূমিকা রাখায় তাদের এ সংবর্ধনা দেওয়া হয়। একাডেমির প্রধান উপদেষ্টা মাহবুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক মুনসুর আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য দেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি শেখ নিজাম উদ্দীন ও সৌম্যের বাবা কিশোরী মোহন সরকার। এ সময় দুই ক্রিকেট তারকাকে এক নজর দেখার জন্য শত শত মানুষসহ শিশু ক্রিকেটাররা ভিড় জমায়।
অনুষ্ঠান শেষে সৌম্য সরকার ও মুস্তাফিজুর রহমানের হাতে একাডেমির পক্ষে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি। এ সময় এ দুই কৃতী খেলোয়াড় সাতক্ষীরার হয়ে দেশকে দীর্ঘদিন যেন ভালো খেলা উপহার দিতে পারেন- তার জন্য সবার দোয়া চান। এ সময় তাদের প্রথম জীবনের কোচ গণমুখী ক্লাবের অধিনায়ক আলতাফ হোসেন একাডেমির জার্সি পরিয়ে দেন।