জাতীয় শোক দিবস আজ। ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতের অন্ধকারে সেনাবাহিনীর একদল বিশৃঙ্খল অফিসার ও সৈন্য হত্যা করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারকে। দেশে না থাকায় সেদিন ঘাতকদের বুলেট থেকে বেঁচে যান দুই বোন শেখ হাসিনা ও শেখ রেহানা। ৪০ বছর আগে দেশ ও জাতি যেমন হারিয়েছে জাতির জনককে, তেমনি ক্রীড়াপাগল বাঙালি হারিয়েছে ক্রীড়াপ্রেমী এক পরিবারকে। আজ গোটা জাতি গভীর শ্রদ্ধায় স্মরণ করছে বঙ্গবন্ধু ও তার পরিবারকে। বঙ্গবন্ধুর পরিবারকে শ্রদ্ধা নিবেদনে পিছিয়ে থাকছে না দেশের তিন শীর্ষস্থানীয় ক্লাব শেখ রাসেল ক্রীড়া চক্র, শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও আবাহনী লিমিটেডও।
বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের নামে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলছে শেখ রাসেল ক্রীড়া চক্র। দলটি আজ বঙ্গবন্ধুর পরিবারকে স্মরণ করবে নিজেদের অবস্থান থেকে। সকাল ৮টায় বনানী কবরস্থানে বঙ্গবন্ধুর পরিবারের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন ক্লাব কর্মকর্তারা। এ ছাড়া বঙ্গবন্ধুর পরিবারের স্মরণে কোরআন খতম ছাড়াও মিলাদ পড়াবে ক্লাবটি। বনানী কবরস্থানে শ্রদ্ধা জানানোর পর ক্লাব কর্মকর্তারা ধানমন্ডি ৩২ নম্বরে যাবেন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিতে। ২১ আগস্ট ক্লাব কর্মকর্তারা টুঙ্গিপাড়া যাবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করতে। সেখানে গণভোজও করাবে ক্লাবটি। শেখ জামালের নামে পরিচিত ক্লাব শেখ জামাল ধানমন্ডি এএফসি কাপ খেলতে এখন মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তানে। ক্লাবটি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা ছাড়াও শেখ কামাল ও শেখ জামালের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে। বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামালের হাতে গড়া দল আবাহনী। জাতীয় শোক দিবস উপলক্ষে ক্লাবটি কর্মসূচি শুরু করবে রাত ১২-০১ মিনিটে। শুরুতেই ক্লাব ভবনে স্থাপিত শেখ কামালের প্রতিকৃতিতে মাল্যদান করবেন ক্লাবের পরিচালক, কর্মকর্তা ও খেলোয়াড়রা। এরপর তার রুহের মাগফিরাত কামনা করা হবে। এ উপলক্ষে জাতীয় ও ক্লাবের পতাকা অর্ধনমিত থাকবে ক্লাব প্রাঙ্গণে এবং দিনভর কোরআন খতম করা হবে। সকাল ১০টায় বনানী কবরস্থানে নিহতদের মাজার জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করবেন ক্লাব কর্মকর্তারা। জোহরের নামাজের পর গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ এবং আসরের নামাজের পর ক্লাব ভবনে মিলাদ ও দোয়া পড়ানো হবে।
শিরোনাম
- সংকটময় মুহূর্তে দেশ, কোনদিকে যাবে তা নির্ভর করছে নির্বাচনের ওপর : সিইসি
- মগবাজার রেল ক্রসিং এড়িয়ে চলার পরামর্শ
- জামায়াতের নির্বাচনী ক্যাম্পেইন ও ‘নোট অব ডিসেন্ট’ নিয়ে যা বললেন রুমিন ফারহানা
- রং সাইড দিয়ে আসা ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন বাস, নিহত বেড়ে ১৯
- মেট্রোরেলের নকশায় ভুল থাকতে পারে : ডিএমটিসিএল পরিচালক
- মলিকিউল ট্রেন্ড: তরুণদের মাঝে ছড়িয়ে পড়েছে ওজন কমানোর বিপজ্জনক এক বড়ি
- ভেনেজুয়েলায় মার্কিন সামরিক পদক্ষেপের পক্ষে নোবেলজয়ী মাচাদো
- সাবেক মুখ্যসচিব ড. কামাল সিদ্দিকীর ইন্তেকাল
- টানা ২২ দিন ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের অবস্থান কর্মসূচি
- আবারও ঢাকায় গান গাইতে আসছে ব্যান্ড ‘জাল’
- বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
- টেবিল টেনিসে ইরানি কোচ আনছে বাংলাদেশ
- পুরান ঢাকার মানুষদের শিকড়ের গল্প ‘মহল্লা'
- দীর্ঘদিনের দুই সতীর্থের অবসর নিয়ে যা বললেন মেসি
- শিগগিরই আমাদের সারা বছরের একটা আমলনামা প্রকাশ করব : বিডা চেয়ারম্যান
- ২২তম দিনে ইবতেদায়ি শিক্ষকদের অবস্থান, আজ করবেন বিক্ষোভ
- পা পিছলে ট্রেনের নিচে ব্যক্তি, তবুও বেঁচে গেলেন
- ট্রাম্পের হুমকির কৌশলী জবাব নাইজেরিয়ার
- আসতে পারে ১০ শৈত্যপ্রবাহ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
জাতীয় শোক দিবস
শেখ রাসেল, শেখ জামাল ও আবাহনীর দিনভর কর্মসূচি
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর