ডারবানের কিংসমিডে প্রথম টি-টোয়েন্টিতে জয় তুলে নিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে ২ ম্যাচের সিরিজে ১-০তে লিড নিয়েছে তারা। এবি ডি ভিলিয়ার্স ফিরেছেন। দলকে নেতৃত্ব দিয়েছেন। রানও করেছেন। প্রোটিয়াদের জন্য কঠিন হয়নি জয়টা। টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫১ রান তোলে নিউজিল্যান্ড। জবাবে ১৭.৫ ওভারেই জয়ের বন্দরে নোঙর ফেলে দক্ষিণ আফ্রিকা।
নিউজিল্যান্ডের টপ অর্ডারই যা করার করেছে। এরপর কেবল ব্যর্থতা। অধিনায়ক কেন উইলিয়ামসনের সাথে মার্টিন গাপ্টিলের ওপেনিং জুটিতে এসেছে ৬৮ রান। ভালো একটা শুরু। উইলিয়ামসনকে ব্যক্তিগত ৪২ রানে শিকার করেন ফাঙ্গিসো। দলের ১০২ রানের সময় ৪২ রান করা গাপ্টিল হন রান আউটের শিকার। পরের বলেই মুনরো শূন্য হাতে নিয়েছেন বিদায়। উইকেটের পতনের ওখানেই শুরু। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে কিউইরা। তিন নম্বরে ব্যাট করা ওর্কারের কাছ থেকে এসেছে ২৮ রান। এরপর বলার মতো রান করতে পারেননি কেউ। কেবল লাথামের কাছ থেকে এসেছে ১২ রান। ফাঙ্গিসো, রাবাদা ও ভিসে ২টি করে উইকেট নেন।
নিউজিল্যান্ডের টপ অর্ডারের জবাব দিয়েছে প্রোটিয়াদের টপ অর্ডার। ফন উইক দলের ৩৫ রানে ব্যক্তিগত ১৯ রানে বিদায় নিলেন। এরপর হাশিম আমলার সাথে ডি ভিলিয়ার্স গড়েছেন ৫০ রানের জুটি। ২১ বলে ৩৩ রান করে ওর্কারের শিকার হয়েছেন ডি ভিলিয়ার্স। কিন্তু আমলা ও রাইলে রুসো খেলাটিকে নিয়ে গেছেন শেষের পথে। অপরাজিত থেকেই জয় ছিনিয়ে আনতে পারতেন তারা। তা হয়নি। তৃতীয় উইকেটে এই দুজন ৫৯ রানের জুটি গড়ে জয়ের দরজায় নিয়ে যান দলকে। রুসো ২০ বলে ৩৮ রান ও আমলা ৪১ বলে ৪৮ রান করে কাছাকাছি সময়ে আউট হয়েছেন। তবে জয় তুলে নিতে মোটেও কষ্ট হয়নি দক্ষিণ আফ্রিকার। ফাঙ্গিসো হয়েছেন ম্যাচের সেরা খেলোয়াড়।
বিডি-প্রতিদিন/১৫ আগস্ট ২০১৫/শরীফ