যে গল টেস্টে ভারতের সহজে জেতার কথা অথচ সেই টেস্টই জিতে নিয়েছে স্বাগতিক শ্রীলংকা। ৬৩ রানে জয় পেয়েছে স্বাগতিকরা। আর বাজেভাবে হেরেছে বিরাট কোহলির ভারত। কারণ জয়ের জন্য মাত্র ১৭৬ রানের লক্ষ্যে ১ উইকেটে ২৩ রান নিয়ে ভারত চতুর্থ দিনের খেলা শুরু করেছিল। আর ১১২ রানেই শেষ তাদের দ্বিতীয় ইনিংস! ভারতের ব্যাটিং লাইনে মূলত ফাটল ধরান স্পিনার রঙ্গনা হেরাথ। তিনি ভারতের দ্বিতীয় ইনিংসের ৭টি উইকেট নিয়েছেন যা তার দ্বিতীয় সেরা বোলিং ফিগার। আর কুশাল নিয়েছেন ৩টি উইকেট।
হেরাথের বিধ্বংসী বোলিংয়ে চতুর্থ দিনের খেলার শুরুতেই নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে সফরকারী ভারত। এক পর্যায়ে লাঞ্চ বিরতির আগেই তারা ৬টি উইকেট হারিয়ে ফেলে। শিখর ধাওয়ান ও অজিঙ্কা রাহানে ছাড়া ভারতের শীর্ষসারির ব্যাটসম্যানদের আর কেউই বড় রানের দেখা পায়নি। শিখর ২৮ রান ও রাহানে দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন। আর অধিনায়ক বিরাট কোহলি মাত্র ৩ রান, রোহিত শর্মা ৪ রান, কেএল রাহুল ৭ রান, ঋদ্ধিমান সাহা ২ রান ও ইশান্ত শর্মা ১০ রান করেন।
গল টেস্টে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলংকা তাদের প্রথম ইনিংসে মাত্র ১৮৩ রান সংগ্রহ করে। অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস ও দিনেশ চান্দিমাল ছাড়া আর কেউই তেমন রান করতে পারেনি। ম্যাথুস দলের হয়ে সর্বোচ্চ ৬৪ রান আর চান্দিমাল ৫৯ রান করেন। জবাবে ভারত তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৩৭৫ রান সংগ্রহ করে। কোহলি ও শিখর ধাওয়ানের সেঞ্চুরির উপর ভর করে ভারত এ স্কোর গড়তে সক্ষম হয়। শিখর ১৩৪ রান করেন ও কোহলির সংগ্রহ ছিল ১০৩ রান। ফলে ১৯২ রানে পিছিয়ে থেকেও শ্রীলংকা তাদের দ্বিতীয় ইনিংসে দিনেশ চান্দিমালের ক্যারিয়ার সেরা ১৬২ রানের উপর ভর করে ৩৬৭ রান সংগ্রহ করে। ফলে গল টেস্টে জয়ের জন্য ভারতের টার্গেট দাঁড়ায় মাত্র ১৭৬ রান। হাতে ছিল পুরো দুইদিন। গতকালের ১ উইকেটে ২৩ রান নিয়ে আজ চতুর্থ দিনের খেলা শুরু করে ভারত।
এদিকে, গল টেস্টে ম্যাচ সেরা হয়েছের দিনেশ চান্দিমাল। প্রথম ইনিংসে দলের হয়ে তিনি দ্বিতীয় সর্বোচ্চ ৫৯ রান ও দ্বিতীয় ইনিংসে ম্যাচজয়ী ও ক্যারিয়ার সেরা অপরাজিত ১৬২ রান করেন। মূলত তার এ রানই শ্রীলংকাকে গলে অসাধ্য সাধন করতে সাহায্য করেছে। গলে জয়ের মধ্য দিয়ে তিন ম্যাচ টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেলো শ্রীলংকা।
উল্লেখ্য, ভারত ও শ্রীলংকা মোট ৩টি টেস্ট ম্যাচ খেলবে। কুমার সাঙ্গাকারা দ্বিতীয় টেস্ট খেলেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন। ২০ অাগস্ট থেকে কলম্বোর পি সারা ওভালে শুরু হবে এই টেস্ট। আর ২৮ আগস্ট থেকে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে শুরু হবে তৃতীয় ও সর্বশেষ টেস্ট।
বিডি-প্রতিদিন/১৫ আগস্ট ২০১৫/শরীফ