মামুনুলরা প্রতিশ্রুতি দিয়ে যান শেখ জামাল ধানমন্ডি ক্লাব দেশবাসীকে হতাশ করবে না। কমিটমেন্ট রক্ষা করেই দেশে ফিরছেন তারা। কিরগিজস্তানে অনুষ্ঠিত এএফসি ফুটবল চ্যাম্পিয়নশিপ বাছাই পর্ব পাড়ি দিয়েছে পেশাদার চ্যাম্পিয়ন দলটি। আগের ম্যাচে ম্যাকাও বেনফিকা ক্লাবকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছিল শেখ জামাল। তাই পরবর্তী রাউন্ডে যেতে শেখ জামালের প্রয়োজন ছিল ড্র। কেননা কিরগিজস্তান চ্যাম্পিয়ন আলগা ক্লাব প্রথম ম্যাচে ২-০ গোলে পরাজিত করে বেনফিকাকে। গতকাল গ্রুপের শেষ ম্যাচে ১-১ গোলে ড্র হওয়ায় জামাল ও আলগা সমানভাবে ৪ পয়েন্ট সংগ্রহ করলেও গোল পার্থক্যে বাংলাদেশ চ্যাম্পিয়নরা পরবর্তী রাউন্ডে উঠে যায়। পেশাদার লিগে শিরোপা নিশ্চিত করে আত্মবিশ্বাস নিয়েই কিরগিজস্তান উড়ে গিয়েছিল শেখ জামাল। কোচ জোসেফ আফুসি ও মামুনুল দৃঢ়ভাবে বলে যান নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারলে আমরাই পরবর্তী রাউন্ডে যাব। শেষ পর্যন্ত তাই হয়েছে। বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশ নিজেদের মাঠে কিরগিজদের কাছে হেরে গেলেও শেখ জামাল কিরগিজস্তানে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করে ছাড়ে। ম্যাচে প্রথমার্ধে ১ গোলে পিছিয়ে ছিল শেখ জামাল। ২৩ মিনিটে রুস্তম আলগার পক্ষে গোলটি করেন। দ্বিতীয়ার্ধে সমতা ফেরাতে মরণকামড় দেন মামুনুলরা। একের পর এক আক্রমণ করে কিরগিজ চ্যাম্পিয়নদের দিশেহারা করে ফেলে। এমেকা ডার্লিটনের গোলে সমতাও ফিরিয়ে আসে। পুরো ম্যাচই ছিল জামালের নিয়ন্ত্রণে। কিন্তু সহজ সহজ সুযোগ নষ্ট করায় জয় নিয়ে মাঠ ছাড়া সম্ভব হয়নি। পরবর্তী রাউন্ডে উঠে ক্লাব সভাপতি মনজুর কাদের ভীষণ খুশি। তিনি বলেন, আশা রাখি পরবর্তী রাউন্ডেও ছেলেরা দেশের মুখ উজ্জ্বল করবে। মামুনুল বলেন, যোগ্যতার ফল পেয়েছি।
শিরোনাম
- সংকটময় মুহূর্তে দেশ, কোনদিকে যাবে তা নির্ভর করছে নির্বাচনের ওপর : সিইসি
- মগবাজার রেল ক্রসিং এড়িয়ে চলার পরামর্শ
- জামায়াতের নির্বাচনী ক্যাম্পেইন ও ‘নোট অব ডিসেন্ট’ নিয়ে যা বললেন রুমিন ফারহানা
- রং সাইড দিয়ে আসা ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন বাস, নিহত বেড়ে ১৯
- মেট্রোরেলের নকশায় ভুল থাকতে পারে : ডিএমটিসিএল পরিচালক
- মলিকিউল ট্রেন্ড: তরুণদের মাঝে ছড়িয়ে পড়েছে ওজন কমানোর বিপজ্জনক এক বড়ি
- ভেনেজুয়েলায় মার্কিন সামরিক পদক্ষেপের পক্ষে নোবেলজয়ী মাচাদো
- সাবেক মুখ্যসচিব ড. কামাল সিদ্দিকীর ইন্তেকাল
- টানা ২২ দিন ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের অবস্থান কর্মসূচি
- আবারও ঢাকায় গান গাইতে আসছে ব্যান্ড ‘জাল’
- বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
- টেবিল টেনিসে ইরানি কোচ আনছে বাংলাদেশ
- পুরান ঢাকার মানুষদের শিকড়ের গল্প ‘মহল্লা'
- দীর্ঘদিনের দুই সতীর্থের অবসর নিয়ে যা বললেন মেসি
- শিগগিরই আমাদের সারা বছরের একটা আমলনামা প্রকাশ করব : বিডা চেয়ারম্যান
- ২২তম দিনে ইবতেদায়ি শিক্ষকদের অবস্থান, আজ করবেন বিক্ষোভ
- পা পিছলে ট্রেনের নিচে ব্যক্তি, তবুও বেঁচে গেলেন
- ট্রাম্পের হুমকির কৌশলী জবাব নাইজেরিয়ার
- আসতে পারে ১০ শৈত্যপ্রবাহ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
শেখ জামাল পরবর্তী রাউন্ডে
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর