সতীর্থরা কুমার সাঙ্গাকারাকে কথা দিয়েছিলেন, গল টেস্টটা তার জন্যই জিতবে শ্রীলঙ্কা। কথা রেখেছেন লঙ্কান ক্রিকেটাররা। নাটকীয় ম্যাচে ভারতকে ৬৩ রানে হারিয়েছে শ্রীলঙ্কা।
তবে দ্বিতীয় দিন শেষে মনে হচ্ছিল, ভারতের জয়টা সময়ের ব্যাপার মাত্র। এমন কি ইনিংস ব্যবধানে হারতে বসেছিল লঙ্কানরা। কিন্তু দিনেশ চান্দিমালের ১৬২ রানের অসাধারণ এক ইনিংসে ভর করে ভারতকে ১৭৬ রানের টার্গেট দিয়েছিল স্বাগতিকরা। লক্ষ্য তাড়া করতে নেমে এই সহজ টার্গেটেও পৌঁছাতে পারেনি ভারতীয়রা।
টেস্ট ক্রিকেট যে মহানাটকীয় তার একটি বড় উদারহণ হয়ে থাকলে গল টেস্ট। গতকালকের আগ পর্যন্ত তিন দিনই ছিল ভারতীয়দের এককাধিপত্য। কিন্তু একটি সেশনেই সব শেষ হয়ে গেল। পরাজয়ের শঙ্কা মাথায় নিয়ে মাঠে নামা লঙ্কানরা প্রথম সেশনের পর উল্টো জয়ের গন্ধ পেতে শুরু করে। তারপর দ্রুতই শ্রীলঙ্কাকে জয় এনে দেন স্পিনার রঙ্গনা হেরাথ। লঙ্কান এই বোলার মাত্র ৪৮ রান দিয়ে নিয়েছেন ৭ উইকেট। এমন ম্যাচে জয়ের পর যেন বাক্যহীন শ্রীলঙ্কার অধিনায়ক। অ্যাঞ্জেলো ম্যাথুজ বলেন, ‘সত্যিই আমি ভাষাহীন হয়ে গেছি। কী দুর্দান্ত প্রত্যাবর্তন। বাজে শুরুর পরও আমরা দারুণভাবে ফিরে এসেছি। এমন উইকেটেও দারুণ ব্যাটিং করেছেন চান্দিমাল। স্পিনাররা তো অসাধারণ বোলিং করেছেন। এমন জয়ে খুবই ভালো লাগছে।’
যে ম্যাচে বড় ব্যবধানে জেতার কথা ছিল, সে ম্যাচে হেরে গিয়ে দারুণ হতাশ বিরাট কোহলি। ভারতীয় অধিনায়ক বলেন, ‘আসলে এমন ম্যাচের পর আর বলার কিছু থাকে না। সবাই দেখেছে আমাদের ব্যাটিং লাইনআপ কিভাবে ভেঙে পড়েছিল। তবে এই জয়ের জন্য ম্যাথুজ ও তার দলকে অবশ্যই কৃতিত্ব দিতে হবে। আমাদের দিনের প্রথম সেশনে ৫ উইকেট হারিয়েই মূলত ম্যাচ থেকে ছিটকে পড়েছি। মাত্র একটা বাজে সেশনই হারের কারণ হয়ে থাকল। একেই বল টেস্ট!’
দিনেশ চান্দিমালের ইনিংসে ভর করেই ঘুরে দাঁড়িয়েছিল শ্রীলঙ্কা। তাই ম্যাচ সেরার পুরস্কারও পেয়েছেন তিনি। তবে জয়ের জন্য পুরো দলকেই কৃতিত্ব দিয়েছেন চান্দিমাল। তিনি বলেন, ‘ব্যাট করার জন্য উইকেটটি মোটেও সহজ ছিল না। আমি অনেক কষ্ট করেছি। বোলারদের ওপর চাপ তৈরি করেছিলাম। শেষের দিকে আমি বার বার স্ট্রাইকে গিয়ে ব্যাট করার চেষ্টা করেছি। কৃতিত্ব সাঙ্গাকারা, ম্যাথুজ, থিরিমান্নে ও মুবারককেও দিতে হবে। তারাও দারুণ ব্যাটিং করেছেন। আমি মনে করি, ১৭৫-র বেশি রান অবশ্যই ভালো টার্গেট ছিল। তবে হেরাথ অসাধারণ বোলিং করেছেন।’
মুত্তিয়া মুরালিধরনের পর রঙ্গনা হেরাথই যে শ্রীলঙ্কার সেরা স্পিনার তা আরেকবার প্রমাণিত হলো। তার ঘূর্ণিতেই কাল নাকাল হয়েছিল ভারতীয় ব্যাটসম্যানরা। তবে এমন জয়টা অবিশ্বাস্য বলেই মনে হচ্ছে হেরাথের কাছে। তিনি বলেন, ‘কী দুর্দান্ত কামব্যাক। প্রথম ইনিংসে ১৮৩ রানে অলআউট হওয়ার পর এভাবে ফিরে আসাটা মোটেও সহজ ছিল না। চান্দিমাল দারুণ ব্যাটিং করেছেন। আর আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। মনে হয় শতভাগ উজাড় করে দিতে পেরেছিলাম। তাই সফলতাও পেয়েছি। তবে সব কিছু আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে।’
শিরোনাম
- সংকটময় মুহূর্তে দেশ, কোনদিকে যাবে তা নির্ভর করছে নির্বাচনের ওপর : সিইসি
- মগবাজার রেল ক্রসিং এড়িয়ে চলার পরামর্শ
- জামায়াতের নির্বাচনী ক্যাম্পেইন ও ‘নোট অব ডিসেন্ট’ নিয়ে যা বললেন রুমিন ফারহানা
- রং সাইড দিয়ে আসা ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন বাস, নিহত বেড়ে ১৯
- মেট্রোরেলের নকশায় ভুল থাকতে পারে : ডিএমটিসিএল পরিচালক
- মলিকিউল ট্রেন্ড: তরুণদের মাঝে ছড়িয়ে পড়েছে ওজন কমানোর বিপজ্জনক এক বড়ি
- ভেনেজুয়েলায় মার্কিন সামরিক পদক্ষেপের পক্ষে নোবেলজয়ী মাচাদো
- সাবেক মুখ্যসচিব ড. কামাল সিদ্দিকীর ইন্তেকাল
- টানা ২২ দিন ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের অবস্থান কর্মসূচি
- আবারও ঢাকায় গান গাইতে আসছে ব্যান্ড ‘জাল’
- বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
- টেবিল টেনিসে ইরানি কোচ আনছে বাংলাদেশ
- পুরান ঢাকার মানুষদের শিকড়ের গল্প ‘মহল্লা'
- দীর্ঘদিনের দুই সতীর্থের অবসর নিয়ে যা বললেন মেসি
- শিগগিরই আমাদের সারা বছরের একটা আমলনামা প্রকাশ করব : বিডা চেয়ারম্যান
- ২২তম দিনে ইবতেদায়ি শিক্ষকদের অবস্থান, আজ করবেন বিক্ষোভ
- পা পিছলে ট্রেনের নিচে ব্যক্তি, তবুও বেঁচে গেলেন
- ট্রাম্পের হুমকির কৌশলী জবাব নাইজেরিয়ার
- আসতে পারে ১০ শৈত্যপ্রবাহ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
গল টেস্ট
নাটকীয় ম্যাচে লঙ্কানদের জয়
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর