সতীর্থরা কুমার সাঙ্গাকারাকে কথা দিয়েছিলেন, গল টেস্টটা তার জন্যই জিতবে শ্রীলঙ্কা। কথা রেখেছেন লঙ্কান ক্রিকেটাররা। নাটকীয় ম্যাচে ভারতকে ৬৩ রানে হারিয়েছে শ্রীলঙ্কা।
তবে দ্বিতীয় দিন শেষে মনে হচ্ছিল, ভারতের জয়টা সময়ের ব্যাপার মাত্র। এমন কি ইনিংস ব্যবধানে হারতে বসেছিল লঙ্কানরা। কিন্তু দিনেশ চান্দিমালের ১৬২ রানের অসাধারণ এক ইনিংসে ভর করে ভারতকে ১৭৬ রানের টার্গেট দিয়েছিল স্বাগতিকরা। লক্ষ্য তাড়া করতে নেমে এই সহজ টার্গেটেও পৌঁছাতে পারেনি ভারতীয়রা।
টেস্ট ক্রিকেট যে মহানাটকীয় তার একটি বড় উদারহণ হয়ে থাকলে গল টেস্ট। গতকালকের আগ পর্যন্ত তিন দিনই ছিল ভারতীয়দের এককাধিপত্য। কিন্তু একটি সেশনেই সব শেষ হয়ে গেল। পরাজয়ের শঙ্কা মাথায় নিয়ে মাঠে নামা লঙ্কানরা প্রথম সেশনের পর উল্টো জয়ের গন্ধ পেতে শুরু করে। তারপর দ্রুতই শ্রীলঙ্কাকে জয় এনে দেন স্পিনার রঙ্গনা হেরাথ। লঙ্কান এই বোলার মাত্র ৪৮ রান দিয়ে নিয়েছেন ৭ উইকেট। এমন ম্যাচে জয়ের পর যেন বাক্যহীন শ্রীলঙ্কার অধিনায়ক। অ্যাঞ্জেলো ম্যাথুজ বলেন, ‘সত্যিই আমি ভাষাহীন হয়ে গেছি। কী দুর্দান্ত প্রত্যাবর্তন। বাজে শুরুর পরও আমরা দারুণভাবে ফিরে এসেছি। এমন উইকেটেও দারুণ ব্যাটিং করেছেন চান্দিমাল। স্পিনাররা তো অসাধারণ বোলিং করেছেন। এমন জয়ে খুবই ভালো লাগছে।’
যে ম্যাচে বড় ব্যবধানে জেতার কথা ছিল, সে ম্যাচে হেরে গিয়ে দারুণ হতাশ বিরাট কোহলি। ভারতীয় অধিনায়ক বলেন, ‘আসলে এমন ম্যাচের পর আর বলার কিছু থাকে না। সবাই দেখেছে আমাদের ব্যাটিং লাইনআপ কিভাবে ভেঙে পড়েছিল। তবে এই জয়ের জন্য ম্যাথুজ ও তার দলকে অবশ্যই কৃতিত্ব দিতে হবে। আমাদের দিনের প্রথম সেশনে ৫ উইকেট হারিয়েই মূলত ম্যাচ থেকে ছিটকে পড়েছি। মাত্র একটা বাজে সেশনই হারের কারণ হয়ে থাকল। একেই বল টেস্ট!’
দিনেশ চান্দিমালের ইনিংসে ভর করেই ঘুরে দাঁড়িয়েছিল শ্রীলঙ্কা। তাই ম্যাচ সেরার পুরস্কারও পেয়েছেন তিনি। তবে জয়ের জন্য পুরো দলকেই কৃতিত্ব দিয়েছেন চান্দিমাল। তিনি বলেন, ‘ব্যাট করার জন্য উইকেটটি মোটেও সহজ ছিল না। আমি অনেক কষ্ট করেছি। বোলারদের ওপর চাপ তৈরি করেছিলাম। শেষের দিকে আমি বার বার স্ট্রাইকে গিয়ে ব্যাট করার চেষ্টা করেছি। কৃতিত্ব সাঙ্গাকারা, ম্যাথুজ, থিরিমান্নে ও মুবারককেও দিতে হবে। তারাও দারুণ ব্যাটিং করেছেন। আমি মনে করি, ১৭৫-র বেশি রান অবশ্যই ভালো টার্গেট ছিল। তবে হেরাথ অসাধারণ বোলিং করেছেন।’
মুত্তিয়া মুরালিধরনের পর রঙ্গনা হেরাথই যে শ্রীলঙ্কার সেরা স্পিনার তা আরেকবার প্রমাণিত হলো। তার ঘূর্ণিতেই কাল নাকাল হয়েছিল ভারতীয় ব্যাটসম্যানরা। তবে এমন জয়টা অবিশ্বাস্য বলেই মনে হচ্ছে হেরাথের কাছে। তিনি বলেন, ‘কী দুর্দান্ত কামব্যাক। প্রথম ইনিংসে ১৮৩ রানে অলআউট হওয়ার পর এভাবে ফিরে আসাটা মোটেও সহজ ছিল না। চান্দিমাল দারুণ ব্যাটিং করেছেন। আর আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। মনে হয় শতভাগ উজাড় করে দিতে পেরেছিলাম। তাই সফলতাও পেয়েছি। তবে সব কিছু আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে।’
শিরোনাম
- শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির বিশাল র্যালি, মানুষের ঢল
- বরিশালে বিএনপির সমাবেশে যাওয়ার পথে নেতার মৃত্যু, অসুস্থ ১০-১২ জন
- জাবিতে স্বৈরাচার পতন দিবস উদযাপন: আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ
- সীমান্ত এলাকায় ছুরিকাঘাতে নিহত দোকানদার, আটক ১
- মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার
- গণঅভ্যুত্থান দিবসে লক্ষ্মীপুরে বিএনপির বিজয় র্যালি
- কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস
- সাজেকে পাহাড়ি ঢলে সড়ক ডুবে আটকা কয়েকশ পর্যটক
- বিনিয়োগে ওয়েট অ্যান্ড সির বছর পার
- গণ-অভ্যুত্থানের অর্জনকে বিভক্ত করা হচ্ছে : সাইফুল হক
- প্রধান উপদেষ্টার ঘোষণায় নির্বাচন নিয়ে দোদুল্যমানতা কেটে গেছে : সালাহউদ্দিন
- মাগুরায় নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- দীর্ঘ ১৭ বছর আন্দোলনের ফসল নির্বাচন : শেখ মজিবুর রহমান
- টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
- কুবিতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালিত
- খাগড়াছড়িতে বিএনপির বিজয় র্যালি ও সমাবেশ
- কাহালুতে বিজয় র্যালি ও সমাবেশে জনস্রোত
- কুমিল্লা শিক্ষাবোর্ডের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদের কবর জিয়ারত ও দোয়া
- পটুয়াখালীতে জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মিলন
- শাবিপ্রবিতে হযরত শাহজালাল (রহ.)-এর নামে কর্নার স্থাপন
গল টেস্ট
নাটকীয় ম্যাচে লঙ্কানদের জয়
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর