বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও পাকিস্তানের আগ্রাসী পেসার ওয়াহাব রিয়াজের মধ্যে বাগযুদ্ধের কথা সবারই কম-বেশি জানা। এইতো চলতি বছরের মে মাসের কথা। খুলনায় শেখ আবু নাসের ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের শেষ দিনে ব্যাট করছিলেন সাকিব।
অপরপ্রান্তে গায়ের জোরে বল করে যাচ্ছিলেন ওয়াহাব রিয়াজ। কিন্তু কোনো উইকেটের দেখা পাচ্ছিলেন না। আর তাতে তেলে-বেগুনে জ্বলছিলেন রিয়াজ। তাই অযথাই বিশ্বসেরা অলরাউন্ডারকে উত্যক্ত করার চেষ্টা করেন রিয়াজ। বিরক্ত হয়ে সাকিবও নেমে পড়লেন বাগযুদ্ধে। কিছুক্ষণ চলল সেই যুদ্ধ। তবে তাদের মধ্যে কী কথা হয়েছিল সেটা আর জানা যায়নি।
কিন্তু মজার ব্যাপার হলো এবার তারা দুজনেই আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এ রংপুর রাইডার্সের হয়ে মাঠে নামবেন। সেই ঘটনার জের কী এখনো থাকবে? নাকি সবকিছু ভুলে তারা দুজন কাঁধে কাঁধ রেখে লড়াই করবেন রংপুর রাইডার্সকে চ্যাম্পিয়ন বানাতে? সেটাই দেখার বিষয়।
বিডি-প্রতিদিন/২৩ অক্টোবর, ২০১৫/মাহবুব