কোপা আমেরিকার শতবর্ষ উপলক্ষে ২০১৬ সালের বিশেষ আসর যুক্তরাষ্ট্রেই বসবে।
যৌথ বিবৃতির মাধ্যমে গত শুক্রবার টুর্নামেন্টটি যুক্তরাষ্ট্রে আয়োজন করার কথা জানায় দক্ষিণ আমেরিকার কনফেডারেশন (কনমেবল) এবং উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের কনফাডারেশন (কনকাকাফ)। টুর্নামেন্টটি ৩ জুন শুরু হয়ে ২৬ জুন শেষ হবে।
গত বছরই অবশ্য টুর্নামেন্টটি যুক্তরাষ্ট্রে হওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস (ডিওজে) কনকাকাফ অঞ্চলের কিছু শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ কেলেঙ্কারির অভিযোগ আনায় সেখানে এটি আয়োজন নিয়ে শঙ্কা জেগেছিল।
১৬ দলের টুর্নামেন্টে ১০টি দল খেলবে দক্ষিণ আমেরিকা থেকে আর বাকি ছয়টি দল খেলবে কনকাকাফ অঞ্চল থেকে।
১৯৯৪ সালের বিশ্বকাপের পর যুক্তরাষ্ট্রে এটাই হবে ফুটবলের বড় কোনো আন্তর্জাতিক আসর।
ফুটবলের সবচেয়ে পুরানো আন্তর্জাতিক টুর্নামেন্ট কোপা আমেরিকার সফলতম দল উরুগুয়ে। ১৫বারের চ্যাম্পিয়ন তারা। আর টুর্নামেন্টটির বর্তমান চ্যাম্পিয়ন চিলি। নিজেদের দেশে হওয়া ২০১৫ সালের আসরের শিরোপা জেতে তারা।
বিডি-প্রতিদিন/২৪ অক্টোবর ২০১৫/ এস আহমেদ