প্রথম পাকিস্তানি ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন সাবেক অধিনায়ক ইউনিস খান।
দুবাইয়ে চলমান পাকিস্তান-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্টে শনিবার এই রেকর্ড গড়েছেন ইউনিস।
পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরি, সর্বাধিক রান সংগ্রহকারী, একমাত্র পাকিস্তানী ব্যাটসম্যান হিসেবে প্রতিটি টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে সেঞ্চুরি; এমন অনেক রেকর্ডই ইউনিসের দখলে। শনিবার এই বর্ষীয়ান ব্যাটসম্যান রেকর্ড বুককে আরেকটু সমৃদ্ধ করেছেন ৯ হাজার রানের ক্লাবে নাম লিখিয়ে।
দুবাই টেস্টে এদিন ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ গিয়েছে ২৪২ রানে। প্রথম ইনিংসে পাকিস্তান করেছিল ৩৭৮ রান। ফলে ১৩৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নেমেছে পাকিস্তানীরা। তবে দলীয় ১৬ রানে ২ উইকেট হারিয়ে বিপাকে পড়তে হয়েছে তাদের।
দলকে বিপদ মুক্ত করতে এ সময় শক্ত হাতেই ব্যাট ধরেছেন ইউনিস। দেখা পেয়েছেন ক্যারিয়ারের ৩০তম হাফসেঞ্চুরির। সেই সঙ্গে একমাত্র পাকিস্তানী হিসেবে নিজের নাম লিখে নিয়েছেন টেস্টের ৯ হাজারী ক্লাবে। যেই রেকর্ডে নিকট ভবিষ্যতে আর কোনো পাকিস্তানী ব্যাটসম্যানের ভাগ বসানোর সুযোগ নেই। কেননা, বর্তমান সময়ের ক্রিকেটারদের মধ্যে পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী হলেন মিসবাহ-উল-হক। তার টেস্ট রান সংখ্যা ৪ হাজারের সামান্য বেশি।
বিডি-প্রতিদিন/২৪ অক্টোবর, ২০১৫/মাহবুব
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        