ব্রিসবেনে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওডিআইতে ওপেনার রোহিত শর্মার সেঞ্চুরিতে সফরকারী ভারত ৩০৮ রানের বড় সংগ্রহ গড়েছে। রোহিত শর্মা ১২৪ রান করেন যা একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তার দশম সেঞ্চুরি। আর আজিঙ্কা রাহানে ৮৯ রানের চমৎকার একটি ইনিংস খেলেন। তার ৮০ বলের ইনিংসটিতে রয়েছে ৬টি চার ও ১টি ছক্কার মার। এছাড়া বিরাট কোহলি করেন ৫৯ রান। ফলে জয়ের জন্য স্বাগতিকদের দরকার ৩০৯ রান।
ব্রিসবেনে টসে জিতে প্রথমে ব্যাট করে সফরকারীরা। মাত্র ৯ রানেই ভারত তাদের প্রথম উইকেট হারায়। তবে শেষ পর্যন্ত আট উইকেট হারিয়েই উক্ত রান সংগ্রহ করে তারা। অস্ট্রেলিয়ার হয়ে প্যারিস, হ্যাস্টিংস ও বোল্যান্ড ১টি করে উইকেট নেন।
উল্লেখ্য, পার্থে অনুষ্ঠিত প্রথম ওডিঅাইতে ৫ উইকেটের জয় পেয়ে পাঁচ ম্যাচ সিরিজে স্বাগতিকরা এখন ১-০ তে এগিয়ে অাছে।
বিডি-প্রতিদিন/১৫ জানুয়ারি ২০১৬/শরীফ
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        