অকল্যান্ডের ইডেন পার্কে অনুষ্ঠিত প্রথম টি-২০ ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৬ রানে জয় পেয়েছে পাকিস্তান। টসে হেরে প্রথমে ব্যাট করতে পাকিস্তান ৮ উইকেটে ১৭১ রান তুলে। ওপেনার মোহাম্মদ হাফিজ দলের হয়ে সর্বোচ্চ ৬১ রান করেন। ফলে জয়ের জন্য কিউইদের লক্ষ্য দাঁড়ায় ১৭২ রান। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫৫ রান তুলতে সক্ষম হয় কিউইরা। কেইন উইলিয়ামসনের ৭০ রান ও মুনরোর ৫৬ রান সত্ত্বেও হারে তারা। ৮ বলে ২৩ রান এবং ৪ ওভারে ২৬ রানে ২ উইকেট নিয়েছে আফ্রিদি হয়েছেন ম্যাচ সেরা।
অাগামী ১৭ জানুয়ারি হ্যামিলটনের সিডন পার্কে দ্বিতীয় টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/১৫ জানুয়ারি ২০১৬/শরীফ
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        