প্রথম বাংলাদেশি হিসেবে ছক্কার সেঞ্চুরি পূর্ণ করেছেন টাইগার ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। শুক্রবার জিম্বাবুয়ের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টি-টিয়োন্টিতে সিকান্দার রাজাকে ডিপ মিডউইকেটের ওপর দিয়ে সীমানার বাইরে আছড়ে ফেলে তিনি এই মাইলফলক স্পর্শ করেন।
তামিম সর্বোচ্চ ৬২টি ছক্কা হাঁকিয়েছেন ওয়ানডে ক্রিকেটে। এরপর দ্বিতীয় সর্বোচ্চ ২৭ ছক্কা টেস্টে। অন্যদিকে ক্রিকেটের সংক্ষিপ্ততম পরিসরে সিকান্দার রাজাকে মারা ছক্কাটি টি-টোয়েন্টিতে তামিমের ১১তম।
এদিকে, বাংলাদেশিদের মধ্যে ৯২টি ছক্কা নিয়ে তালিকায় দুইয়ে আছেন মুশফিকুর রহিম। তিনে আছেন ব্যাটসম্যান মাশরাফি বিন মুর্তজা। অন্যদিকে, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আছেন চারে।
ক্রিকেটের তিন ফরমেট- টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি মিলিয়ে সবচেয়ে বেশি ছক্কা আছে পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক শহীদ আফ্রিদির। ৪৯৯ ইনিংসে তার ব্যাট থেকে এসেছে ৪৬৭টি ছক্কা। আন্তর্জাতিক ক্রিকেটে চার শর বেশি ছক্কা আর আছে কেবল গেইলের। ৪৮৯ ইনিংসে গেইল মেরেছেন ৪২৩টি ছক্কা। গেইলের চেয়ে আফ্রিদি ৪২টি ছক্কা বেশি মেরেছেন, কিন্তু ব্যাট করেছেন মাত্র নয় ইনিংস বেশি। ৪৬৫ ইনিংসে ম্যাককালামের ছক্কা ৩৮১টি।
বিডি-প্রতিদিন/১৫ জানুয়ারি, ২০১৬/মাহবুব