১৪টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপার মালিক তিনি। তবে শেষ শিরোপাটা জিতেছেন ২০১৪ সালে। তারপর থেকে ইনজুরি আর পড়তি ফর্ম ভোগাচ্ছে রাফায়েল নাদালকে। বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন ছিল নাদালের চেনা রূপে ফেরার টুর্নামেন্ট। কিন্তু মঙ্গলবার প্রথম রাউন্ডে চার ঘণ্টা ৪১ মিনিটের লড়াইয়ে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেন সাবেক এই নাম্বর ওয়ান।
বর্তমান বিশ্ব র্যাংকিংয়ে পাঁচ নম্বরে থাকা এই স্প্যানিশ তারকা মঙ্গলবার মেলবোর্নে স্বদেশী ফার্নান্দো ভারদেসকোর কাছে হেরেছেন। র্যাংকিংয়ের ৪৫তম স্থানে থাকা বাহাতি ফার্নান্দো ৭-৬, ৪-৬, ৩-৬, ৭-৬ ও ৬-২ গেমে নাদালকে হারিয়েছেন।
ম্যাচশেষে উচ্ছ্বসিত ফার্নান্দো বলেছেন, ‘চতুর্থ সেট থেকেই আমি অনেক ভালো ও আক্রমণাত্মক খেলেছি। আর ফাইনাল সেটে তো আমি মনে করি আমি অবিশ্বাস্য খেলেছি।’
এর আগে, ২০১৩ সালের উইম্বলডনে প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছিলেন নাদাল।
বিডি-প্রতিদিন/১৯ জানুয়ারি, ২০১৬/মাহবুব