এতোদিন ব্যাটসম্যান আর উইকেট কিপারদের মাথায় হেলমেট ছিল। এবার আম্পায়ারদের মাথায়ও উঠল হেলমেট। বিরল দৃশ্যের সাক্ষী থাকল অস্ট্রেলিয়ার ক্যানবেরার মানুকা ওভাল স্ট্রেডিয়ারের হাজার হাজার দর্শক।
হেলমেট পরে মাঠে নামলেন অস্ট্রেলিয় আম্পায়ার জন ওয়ার্ড। উল্টোদিকে ব্যাট করছেন ডেভিড ওয়ার্নার। তাঁর গাঁয়ের সর্বোচ্চ শক্তি দিয়ে মারা স্ট্রেট ড্রাইভগুলো ধেয়ে আসছিল উল্টোদিকে দাঁড়িয়ে থাকা আম্পায়ারের দিকে। আজ বুধবার সকালে এমনই একটি স্ট্রেট ড্রাইভে পায়ে আঘাত পান আরেক আম্পায়ার রিচার্ড কেটেলবোরো। আর ঝুঁকি নেননি জন ওয়ার্ড। হেলমেট পরে নেমে পড়েন মাঠে।
বিশ্বের প্রথম হেলমেট পরা আম্পায়ার হিসেবে তাঁর নাম লেখা থাকবে ক্রিকেট-ইতিহাসে।
বিডি-প্রতিদিন/২০ জানুয়ারি, ২০১৬/মাহবুব