খুলনায় চলমান তৃতীয় টি-২০ ম্যাচে সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের জন্য বাংলাদেশের দরকার ১৮৮ রান। এ লক্ষ্যে টাইগাররা এখন ব্যাট করছে। শেষ খবর পর্যন্ত স্বাগতিকরা ৫.২ ওভার শেষে ১ উইকেটে ৫০ রান সংগ্রহ করেছে। ওপেনার ইমরুল কায়েস মাত্র ১ রান করেই সাজঘরে ফিরেন। সাব্বির রহমান ৩০ রান ও সৌম্য সরকার ১৭ রান নিয়ে এখন ব্যাট করছেন।
এর আগে জিম্বাবুয়ে টসে জিতে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৮৭ রান সংগ্রহ করে। সিবান্দা ৪৪ রান ও ওয়ালের ৪৯ রান করেন। সাকিব অাল হাসান ৩ উইকেট ও আবু হায়দার ২টি উইকেট নেন।
উল্লেখ্য, ৪ ম্যাচ টি-২০ সিরিজে টাইগাররা এখন ২-০ তে এগিয়ে অাছে
বিডি-প্রতিদিন/২০ জানুয়ারি ২০১৬/শরীফ