অবাছাই অস্ট্রেলিয়ান স্যাম গ্রথকে সরাসরি সেটে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে জয়ের ধারা অব্যাহত রেখেছেন বিশ্বের দুই নম্বর তারকা ব্রিটিশ অ্যান্ডি মারে। আজ অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের এক ম্যাচে গ্রথকে ৬-০, ৬-৪, ৬-১ গেমে পরাজিত করেন মারে। তৃতীয় রাউন্ডে পর্তুগালের জুয়াও সুসার বিরুদ্ধে খেলবেন ব্রিটেনের নাম্বার ওয়ান এই তারকা। খবর রয়টার্সের
বিডি-প্রতিদিন/২১ জানুয়ারি ২০১৬/শরীফ