নেপথ্যে ইমেজ রাইটস! আর সেই রাস্তায় কে কাকে অনুসরণ করছেন তা বলা কঠিন। মেসি না মাসচেরানো? কর ফাঁকি দেওয়ার অভিযোগ দু'জনের বিরুদ্ধেই। যার জেরে ফুটবল কেরিয়ারে অনিশ্চয়তার ছায়া ঘনিয়ে এলো বার্সেলোনার আর্জেন্টাইন তারকা ডিফেন্ডার জেভিয়ার মাসচেরানোর। আর মেসি? আপাতত তিনি আলোচনার বাইরে। কিন্তু স্পেনের আদালত ফিফার বর্ষসেরাকে ডেকে পাঠিয়েছে আগামী জুনের শুরুতে, যখন লাতিন আমেরিকায় বেজে যাবে কোপা আমেরিকার দামামা। ফলে কোপায় আর্জেন্টিনার প্রস্তুতি নিয়ে উঠেছে প্রশ্ন। কারণ ৩ জুন থেকে শুরু হবে কোপা আমেরিকা। তাই মেসির আইনজীবী আপাতত ব্যস্ত আদালতে হাজিরা দেওয়ার দিন পিছিয়ে নিতে।
এদিকে বৃহস্পতিবার বার্সেলোনা আদালত লম্বা শুনানির পর কর ফাঁকি দেওয়ার দু-দু'টি অপরাধে এক বছর কারাদণ্ড দিয়েছে মাসচেরানোকে। প্রথম অপরাধের জন্য চার মাস, দ্বিতীয়টির জন্য আট মাস। সঙ্গে মোটা অঙ্কের জরিমানা। যার পরিমাণ আট লক্ষ পনেরো হাজার ইউরো। এ খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে কেবল মেসি-নেইমারদের টিমই নয়, আলোড়িত গোটা ফুটবল দুনিয়া।
তবে শেষ পর্যন্ত মাসচেরানোকে ১৪ শিকের ভেতরেই আগামী ১২ মাস থাকতে হবে কি না তা এখনও স্পষ্ট নয়। মামলাটি যাতে জরিমানা দিয়েই মিটিয়ে নেওয়া যায় তার জন্য এ দিনই বিচারকের রায়দানের পর আবেদন জানিয়েছেন মাসচেরানোর আইনজীবী দাভিদ আইনেতো। বার্সা ও আর্জেন্টিনা ডিফেন্ডারের জন্য আশার খবর এটাই যে তিনি ইতোমধ্যে যে পরিমাণ কর ফাঁকি দিয়েছিলেন সেই ১৬ লক্ষ ইউরো সুদ-সহ আদালতে জমা করেছেন। তা ছাড়া, স্পেনের আইন অনুয়ায়ী, গুরুতর কোনও অপরাধ না করলে দু'বছর পর্যন্ত কারাদণ্ড জরিমানা দিয়ে এড়িয়ে যাওয়া যায়। তবে সেটা পুরোটাই নির্ভর করে সংশ্লিষ্ট মামলার বিচারকের উপর। মাসচেরানোর আইনজীবী এখন তাঁর মক্কেলকে কারাদণ্ডের হাত থেকে বাঁচাতে স্পেনের এই আইনেরই শরণাপন্ন।
আদালতের তথ্যনুযায়ী, ২০১১ এবং ২০১২— এই দু'বছরে ইমেজ রাইটস থেকে যে অর্থ মাসচেরানো উপার্জন করেছিলেন, তার কর জমা করেননি। আর তার জন্যই এক বছর হাজতবাসের শাস্তি রক্তচক্ষু দেখাচ্ছে মাসচেরানোকে।
বিডি-প্রতিদিন/২২ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ