ওয়েলিংটনে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করে স্বাগতিক নিউজিল্যান্ড ৫ উইকেটে ১৯৬ রান সংগ্রহ করেছে। কোরি অ্যান্ডারসন দলের হয়ে সর্বোচ্চ ৮২ রান করে অপরাজিত ছিলেন। তিনি মাত্র ৪২ বলে চমৎকার এ ইনিংসটি খেলেন। আর ওপেনার মার্টিল গাপটিল করেন ৪২ রান। পাকিস্তানের হয়ে ওয়াহাব রিয়াজ ২টি উইকেট ও শহীদ আফ্রিদি ১টি উইকেট নেন।
এদিকে, জয়ের জন্য ১৯৭ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়েছে সফরকারীরা। ৩৬ রান তুলতেই ৪টি উইকেট হারিয়েছে তারা। মোহাম্মদ হাফিজ ২, আহমেদ শেহজাদ ৮, মোহাম্মদ রিজোয়ান ৪ ও শোয়েব মালিক ১৪ রান করে সাজঘরে ফিরেছেন। শেষ খবর পর্যন্ত অার কোনো উইকেট না হারিয়ে সফরকারীরা ৫.২ ওভার শেষে ৩৮ রান তুলেছে। কিউইদের হয়ে কোরি অ্যান্ডারসন ২টি ও ট্রেন্ট বোল্ট ১টি উইকেট নিয়েছেন।
বিডি-প্রতিদিন/২২ জানুয়ারি ২০১৬/শরীফ