ওয়েলিংটনে তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচে সফরকারী পাকিস্তানকে ৯৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। এর ফলে তিন ম্যাচ টি-২০ সিরিজ ২-১ এ জিতে নেয় স্বাগতিকরা। জয়ের জন্য ১৯৭ রানের বড় টার্গেটে ব্যাট করতে নেমে পাকিস্তান ১৬.১ ওভারে ১০১ রান তুলেই অলআউট হয়ে যায়। সরফরাজ আহমেদ দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন। অার শোয়েব মালিক করেন ১৪ রান। এছাড়া তাদের অার কোনো ক্রিকেটারই দু অঙ্কের কোটায় পৌঁছাতে পারেননি। কিউইদের হয়ে মিলনে ও ইলিয়ট ৩ টি করে উইকেট, কোরি অ্যান্ডারসন দুটি ও বোল্ট ১টি উইকেট নেন।
এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড ৫ উইকেটে ১৯৬ রান সংগ্রহ করে। কোরি অ্যান্ডারসন দলের হয়ে সর্বোচ্চ ৮২ রান করে অপরাজিত ছিলেন। তিনি মাত্র ৪২ বলে চমৎকার এ ইনিংসটি খেলেন। আর ওপেনার মার্টিল গাপটিল করেন ৪২ রান। পাকিস্তানের হয়ে ওয়াহাব রিয়াজ ২টি উইকেট ও শহীদ আফ্রিদি ১টি উইকেট নেন।
এদিকে, ২৫ জানুয়ারি থেকে দেশ দুটির মধ্যকার তিন ম্যাচ ওডিআই সিরিজ শুরু হবে।
বিডি-প্রতিদিন/২২ জানুয়ারি ২০১৬/শরীফ