সেঞ্চুরিয়নে চলমান চতুর্থ ও শেষ টেস্টে টসে জিতে প্রথমে ব্যাট করছে স্বাগতিক দক্ষিণ অাফ্রিকা। প্রথম দিনে লাঞ্চ বিরতি পর্যন্ত ১ উইকেট হারিয়ে স্বাগতিকরা ১০৭ রা্ন তুলেছে। ডেব্যুটান্ট স্টিফেন কুক ৪৬ রান ও হাসিম আমলা ৩৪ রান নিয়ে ক্রিজে আছেন। ওপেনার ডিল এলগার ২০ রান করে সাজঘরে ফিরেন।
উল্লেখ্য, চার ম্যাচ টেস্ট সিরিজে সফরকারীরা এখন ২-০ তে এগিয়ে আছে। একটি টেস্ট ড্র হয়। ফলে ইতোমধ্যে তারা সিরিজটি জিতে নিয়েছে।
বিডি-প্রতিদিন/২২ জানুয়ারি ২০১৬/শরীফ