ওয়ালটন টি-টোয়েন্টি সিরিজটি ২-২ ম্যাচে ড্র করে ফুরফুরে মেজাজে খুলনা ছেড়েছেন জিম্বাবুয়ে ক্রিকেট দল। শনিবার (২৩ জানুয়ারি) সকাল ৯টা ১৫ মিনিটে হোটেল সিটি ইন থেকে যশোর বিমান বন্দরের উদ্দেশ্যে রওয়ানা হয় জিম্বাবুয়ে ক্রিকেট দল। ঢাকায় পৌঁছে রাতেই জিম্বাবুয়ে ফেরার কথা রয়েছে তাদের।
গত মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকেল ৫টায় নগরীর হোটেল সিটি ইন-এ পৌঁছান জিম্বাবুয়ে দল।
এদিকে জিম্বাবুয়ে দল চলে গেলেও বাংলাদেশ ক্রিকেট দল থেকে যাচ্ছে খুলনায়। এশিয়া কাপের জন্য দলের প্রাথমিক প্রস্তুতি নিতে আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত খুলনাতেই অবস্থান করবেন তারা।
বিডি-প্রতিদিন/২৩ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ