সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাম্প্রতিক কালের অন্যতম ব্যাটসম্যান শিবনারায়ণ চন্দরপল। টেস্ট ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ ক্যারিবীয় রান সংগ্রাহক হিসেবে ২২ বছরের ক্রিকেট জীবনের ইতি টানলেন তিনি। কিংবদন্তী ক্রিকেটার ব্রায়ান লারার টেস্টে মোট রান ১১, ৯৫৩। অার ১৬৪ টেস্ট ম্যাচে চন্দরপলের মোট রান ১১,৮৬৭।
২০১৫ সালের মে মাস থেকে ওয়েস্ট ইন্ডিজ দলে জায়গা হয়নি চন্দরপলের। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ হোম টেস্ট সিরিজে খারাপ পারফরম্যান্সের পর তাকে দল থেকে বাদ দেন দেশটির নির্বাচকরা।
শচীন টেন্ডুলকারের পর চন্দরপলই ছিলেন আধুনিক সময়ের দ্বিতীয় ক্রিকেটার যার ক্রিকেট ক্যারিয়ার ২ দশকের বেশি স্থায়ী হয়। টেস্টে তার মোট সেঞ্চুরির সংখ্যা ৩০টি।
বিডি-প্রতিদিন/২৩ জানুয়ারি ২০১৬/শরীফ
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        