ব্রিটিশ তারকা জোহান্না কন্তা বছরের প্রথম গ্রান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের শেষ ষোলোতে পৌঁছেছেন। চেক রিপাবলিকের ডেনিসা আলেরতোভাকে সরাসরি সেটে ৬-২, ৬-২ গেমে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো গ্রান্ড স্ল্যামের কোয়ার্টার ফাইনালে উঠেন তিনি। গত বছর ইউএস ওপেনের শেষ ষোলোতে উঠেছিলেন ব্রিটিশ এই তারকা। খবর বিবিসির
১৯৮৭ সালের পর এই প্রথম কোনো ব্রিটিশ নারী তারকা অস্ট্রেলিয়ান ওপেনের শেষ ষোলতে উঠলেন। শেষ ব্রিটিশ তারকা হিসেবে তখন জো ডুরি ও আন হবস টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন। শেষ ষোলোতে রুশ ২১তম বাছাই একাতেরিনা মাকারোভার মুখোমুখি হবেন জোহান্না কন্তা। চেক নবম বাছাই কারোলিনা লিসকোভাকে ৬-৩, ৬-২ গেমে হারিয়ে কোয়ার্টারে পৌঁছেন রুশ মাকারোভা
বিডি-প্রতিদিন/২৩ জানুয়ারি ২০১৬/শরীফ