বল সীমানার কাছে। হয়ে যাচ্ছিল ছয়। ব্যাটসম্যান দৌঁড় না দিয়ে ছয়-চারের আশায় তাকিয়ে আছেন। কিন্তু ফিল্ডারের দক্ষতায় হলো না। এরপরই দৌঁড় দেন দুই ব্যাটসম্যান। কিন্তু হতভাগা যাকে বলে। ১ রান নিতে গিয়ে রান আউট হলেন পাকিস্তানের বোলার মোহাম্মদ আমির।
দুবাইয়ের শারজাহ স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছিল পাকিস্তান। পাকিস্তানের স্কোর তখন ৭ উইকেটে ১৯২ রান।
ওয়েস্ট ইন্ডিজের লেগ স্পিনার দেবেন্দ্র বিশুর ডেলিভারিতে লং অনে উড়িয়ে মারেন পাকিস্তানের মোহাম্মদ আমির। অপরপ্রান্তে ছিলেন ওয়াহাব রিয়াজ।
তারা ধরেই নিয়েছিলেন বলটি ছক্কা হবে। তাই অযথা দৌঁড় দিয়ে কষ্ট করতে চাননি। কিন্তু নাটকীয়তা তৈরি হয় তখনই। অসাধারণ এক ফিল্ডিংয়ে বলটাকে ছক্কা হওয়ার হাত থেকে রক্ষা করেন রোস্টন চেজ। বলটি ধরে থ্রো করেন বোলার প্রান্তে দাঁড়িয়ে থাকা জেসন হোল্ডারের হাতে। রিয়াজ ততক্ষণে আমিরের প্রান্তে চলে গেছে।
হোল্ডারের হাতে বল দেখেই ছুটতে থাকেন আমির। কিন্তু ততক্ষণে স্ট্যাম্প ভেঙে দিয়েছেন হোল্ডার। ৮ রান করে রান আউট হয়ে বিদায় নিতে হয় আমিরকে। আর এরই মধ্যে দিয়ে বিশ্বের সবচেয়ে 'হাস্যকর রান আউটের মালিক' বনে গেলেন আমির। এ সময় গ্যালারির এক প্রান্ত নিস্তব্ধ হয়ে যায়, আর অন্য প্রান্তে চলে হাসির বন্যা।
ভিডিও:
বিডি-প্রতিদিন/এস আহমেদ/০১