ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে চাকচিক্যময় আসর বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) পর্দা উঠছে আজ শুক্রবার। সাত দল নিয়ে শুরু হচ্ছে বিপিএলের চতুর্থ আসর। মিরপুর স্টেডিয়ামে বেলা ২টা ৩০ মিনিটে মাশরাফি বিন মর্তুজার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে ড্যারেন স্যামির রাজশাহী কিংস। তবে নিম্নচাপের প্রভাবে ম্যাচটি বৃষ্টিবিঘ্নিত হবার শঙ্কা দেখা দিয়েছে।
শুক্রবার সকালে এক পশলা বৃষ্টি ভিজিয়ে দিয়ে গেছে রাজধানীকে। নিম্নচাপের প্রভাবে সারাদেশেই কম-বেশি বৃষ্টিপাত হচ্ছে। শুক্রবারের মধ্যে নিম্নচাপটি শক্তি সঞ্চয় করে ঘূণিঝড়ে রূপ নিয়ে শনিবার নাগাদ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মাঝামাঝি অবস্থান করতে পারে। রবিবার এটি চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে।
শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের ৬ নম্বর বুলেটিনে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ০৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বুলেটিনে বলা হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও ঘণীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। নিম্নচাপটির প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি অব্যাহত রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কি. মি. এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৪০ কি. মি. যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কি. মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেইসাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে কোন বৃষ্টির কথা বলা না হলেও গতকাল বিকেল থেকে শুক্রবার সকাল পর্যন্ত রাজধানীতে কয়েক দফা হালকা বৃষ্টি হয়েছে। এ কারণে শুক্রবারের ম্যাচও বৃষ্টির কবলে পড়তে পারে বলে আশঙ্কা করছেন আয়োজকরা।
বিপিএল-এ প্রত্যেকদিন দুটি করে ম্যাচ। সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে আজ দ্বিতীয় ম্যাচে নতুন দল খুলনা টাইটান্সের মুখোমুখি হবে রংপুর রাইডার্স। সরাসরি দেখা যাবে চ্যানেল নাইনে।
বিপিএল দ্বিতীয় আসরের ফিক্সিং কেলেংকারির কারণে দুই বছর বন্ধ থাকার পর গতবার থেকে আবার শুরু হয়েছে।
বিপিএলের প্রত্যেক আসরের আগে একটি উদ্বোধনী অনুষ্ঠান থাকে। ইংল্যান্ড সিরিজ ও বিপিএল শুরুর মধ্যে সময় না পাওয়ায় এবার উদ্বোধনী অনুষ্ঠান করেনি বিসিবি।
টুর্নামেন্টের জন্য ৭৬ বিদেশি খেলোয়াড় ছাড়া কোচিং স্টাফের অনেকে বিদেশি থাকবেন। এক মাসেরও বেশি সময় লম্বা টুর্নামেন্টের ফাইনাল ৯ ডিসেম্বর।
বিডি-প্রতিদিন/এস আহমেদ/০৯