বাংলাদেশ প্রিমিয়ার লীগের চতুর্থ আসরের উদ্বোধনী ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী কিংস।
মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন রাজশাহী কিংসের অধিনায়ক ড্যারেন স্যামি। গতবারের মতো এবারও কুমিল্লার নেতৃত্বে আছেন মাশরাফি বিন মুর্তজা। টানা তিন বার বিপিএলে অধিনায়ক হিসেবে শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন মাশরাফি। তিনি জানিয়েছেন, এবারও ভালো খেলতে চান তারা।
অন্যদিকে এবারের বিপিএলে নবাগত রাজশাহী। দলটির অধিনায়ক ড্যারেন স্যামি জানিয়েছেন, বিপক্ষ অনেক শক্তিশালী। কিন্তু তারাও জয়ের জন্যই মাঠে নামবেন।
বিডি প্রতিদিন/৪ নভেম্বর, ২০১৬/ফারজানা