মাত্র তিন রানের জন্য শতরান পেলেন না ডেভিড ওয়ার্নার। ১৬টি চার ও ১টি ছয়ের সাহায্যে ৯৭ রান করে তিনি ডেল স্টেনের বলে আউট হলেন অস্ট্রেলিয়ান এই মারকুটে ওপেনার। আরেক ওপেনার শন মার্শ আউত হন ৬৩ রান করে। প্রথম উইকেট জুটিতে এই দুজনে মিলে করলেন ১৫৮ রান।
ওয়ার্নার ফিরে যেতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল অজিদের ব্যাটিং লাইনআপ। বাকি ব্যাটসম্যানরা দাঁড়াতেই পারলেন না। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয়ে গেল ২৪৪ রানে। দক্ষিণ আফ্রিকার চেয়ে প্রথম ইনিংসে এগিয়ে যাওয়া গেল মাত্র ২ রানে। মাত্র ৮৬ রানের ভিতরেই পড়ে গেল তাদের ৯ উইকেট।
প্রোটিয়াসদের মধ্যে সফল বোলার ছিলেন ফিল্যান্ডার। তিনি পেয়েছেন চার উইকেট। অভিষেক টেস্টে বাহাতি স্পিনার কেশব মাহারেজ পেয়েছেন তিন উইকেট। কাগিসো রাবাডা দুই উইকেট পেয়েছেন।
জবাবে পার্থ টেস্টের দ্বিতীয় দিনের শেষে ২ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা তুলেছে ১০৪ রান। ব্যাট করছেন ডিন এলগার (৪৬) ও জেপি ডুমিনি (৩৪)। হাসিম আমলা (১) রান পাননি। হ্যাজলেউড ও সিডল একটি করে উইকেট পেয়েছেন।
বিডি-প্রতিদিন/৪ নভেম্বর, ২০১৬/তাফসীর-২