বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি-২০ ক্রিকেটে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রাজশাহী কিংসের উদ্বোধনী ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। আজ শুক্রবার বিকেল ৪টা ৫৫ মিনিটে কুমিল্লা ও রাজশাহীর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা।
তবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আসরের প্রথম ম্যাচে টস লড়াইয়ে ঠিকই শামিল হয়েছিলেন কুমিল্লার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও রাজশাহীর দলপতি ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন সামি। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন স্যামি। টসের পর বৃষ্টি নামলে শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়।
দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে মুখোমুখি হওয়ার কথা রংপুর রাইডার্স ও খুলনা টাইটান্সের। কিন্তু বৃষ্টির কারণে এ ম্যাচটি নিয়েও সংশয় রয়েছে।
বিডি প্রতিদিন/ ০৪ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম-১৮