আসন্ন পাঁচ টেস্টের সিরিজে ভারতীয় ব্যাটসম্যানদের কাছে নিজ দেশের স্পিনাররা কোনো পাত্তা পাবেন না বলে মন্তব্য করেছেন ইংল্যান্ডের সাবেক স্পিনার গ্রায়েম সোয়ান।
২০১২ সালে ভারত সফরে ২-১ ব্যবধানে ইংল্যান্ডের সিরিজ জয়ে মুখ্য ভূমিকা পালন করা সোয়ানের বিশ্বাস বর্তমান ভারতীয় দলের বিপক্ষে ইংলিশদের সে সফরের পুনরাবৃত্তি ঘটানোর কোনো সম্ভাবনাই নেই।
সে বছর ভারত সফরে ইংল্যান্ড দলের সাফল্য এনে দিয়েছিলেন সোয়ান এবং তার সতীর্থ মন্টি প্যানেসার। তবে তাদের সাফল্যের পেছনে সিস্টেম কোনো ভূমিকা রাখতে পারেনি মনে করছেন সোয়ান।
বিটি স্পোর্টসের এক অনুষ্ঠানে সেয়ান বলেন, ‘আমি এবং মন্টি ছিলাম প্রকৃতির দান। আমরা উত্তরাঞ্চলে বেড়ে উঠেছি। তবে নন টার্নিং পিচে ভালো করার লক্ষ্যে আমি নটিংহ্যামশায়ারে চলে আসি।
‘ইংল্যান্ডে আমরা স্পিনকে গুরুত্বের সঙ্গে নেইনি। তবে উপমহাদেশ সফরে আসল সত্যিটা উপলব্ধি করলাম যে, আমাদের বিশ্ব মানের স্পিনার নেই।’
তবে নিজ দলের প্রশংসা করে সোয়ান বলেন, ‘সাহসী কিছু ক্রিকেটার নিয়ে গঠিত শক্তিশালী একটা দল আমরা পেয়েছি। তবে তারপরও আমরা ভারতে হারব। কেননা সেটা ঘটেছিল ২০ বছর আগে। আমাদের ভুগতে হচ্ছে কেননা আমরা স্পিনারদের তৃতীয় শ্রেণির নাগরিক হিসেবে বিবেচনা করি।’
তিনি আরও বলেন, ‘স্পিনারদের প্রয়োজনে সেখানে (ইংল্যান্ডে) কোনো সিস্টেমই গড়ে ওঠেনি। কাউন্টি কিংবা টেস্ট ক্রিকেটে কোনো দিনই তাদের কথা বিবেচনা করা হয় না। সেখানে ব্যাটিং, ফাস্ট বোলিং, ফিল্ডিং, ফিটনেস এবং পুষ্টির কথা বিবেচনা করা হয়। স্পিন বোলিং নিয়ে ভাবা হয় না। যে কারণে আমরা স্পিনের বিপক্ষে ভালো খেলতে পারি না।’
বর্তমান ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার প্রশংসা করে সোয়ান বলেন, তাদের বিপক্ষে ইংল্যান্ড ব্যাটসম্যানদের সফল হওয়ার কোনো সম্ভাবনাই দেখছি না।
ইংল্যান্ডের হয়ে ৬০ টেস্টে ২৫৫ উইকেট শিকার করা সোয়ান আরও বলেন, ‘জাদেজার বল স্পিন করে না, সে চেষ্টাও করে না। সে কেবল মাত্র স্ট্রেইট বোলিং করে এবং আসল কাজটা করে অশ্বিন। অশ্বিনের বল অনেক বেশি টার্ন করে। কদাচিত তিনি ক্যারম বোলিং করেন। তবে অনেক বেশি নিখুঁত।
ভারত দেশের মাটিতে খেলতে নামা প্রত্যেক টেস্টেই জিতবে বলে মনে করেন তিনি।’
রাজকোটে ৯ নভেম্বর ইংল্যান্ড ও ভারতের মধ্যে প্রথম টেস্ট শুরু হবে।
বিডি প্রতিদিন/ ০৪ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম-২০