নব্বইয়ের দশকে রেসলিংয়ে মন দিয়ে ইতিহাস সৃষ্টি করেন মার্ক উইলিয়াম কালওয়ে। মাঝে বেশ কয়েকটা দিন রেসলিং রিংয়ের বাইরে ছিলেন আন্ডারটেকার নামে পরিচিত কিংবদন্তি এ রেসলার। আবারও রিংয়ে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ১৫ নভেম্বর স্ম্যাকডাউন সিরিজে দেখা যাবে মার্ক উইলিয়াম কালওয়েকে।
মার্ক উইলিয়াম কালওয়ের জন্ম ১৯৬৫ সালের ২৪ মার্চ, আমেরিকার টেক্সাসে। ছোটবেলায় ফুটবল আর বাসকেটবল, এই দুই খেলাতেই আগ্রহ ছিল। ক্যারিয়ার শুরু করেছিলেন পেশাদার বাসকেটবল খেলোয়াড় হিসেবেই। সেই বাস্কেটবল ছেড়ে পরে রেসলিংয়ে নাম লেখান। ১৯৮৪ সালে ওয়ার্ল্ড ক্লাস চ্যাম্পিয়নশিপ রেসলিংয়ে অভিষেক হয় মার্ক উইলিয়াম কালওয়ের।
বিডি প্রতিদিন/৫ নভেম্বর, ২০১৬/ফারজানা-০৫