ইংল্যান্ডের বিপক্ষে সুযোগ পেয়েও নাসির হোসেন নিজেকে খুব একটা মেলে ধরতে পারেননি। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের প্রস্তুতি ক্যাম্পের জন্য মূল স্কোয়াডে নাসিরকে রাখা হয়নি। শুক্রবার নিউজিল্যান্ড সফরের প্রস্তুতির জন্য প্রাথমিক দল ঘোষণা করে বিসিবি।
দলে নতুন করে জায়গা পেয়েছেন বাঁহাতি ব্যাটসম্যান নাজমুল হোসেন (শান্ত), পেসার ইবাদত হোসেন ও লেগ স্পিনার তানভীর হায়দার। প্রস্তুতি ক্যাম্পের ২২ সদস্যের দলে আরও আছেন মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহমান, মোস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক, নুরুল, শুভাগত, তাইজুল, তাসকিন, শফিউল, শুভাশিস, মোহাম্মদ শহীদ।
নিউজিল্যান্ড সফরের আগে দুই ভাগে ভাগ হয়ে ৯ ও ১০ ডিসেম্বর অস্ট্রেলিয়ায় সিডনিতে পৌঁছাবে বাংলাদেশ দল। সেখানে দুই সপ্তাহের একটি ক্যাম্প করবে তারা। নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ খেলবে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দু'টি টেস্ট ম্যাচ।
বিডি প্রতিদিন/৫ নভেম্বর, ২০১৬/ফারজানা-০৭