ভারতীয় কলমের ব্র্যান্ড ‘লিংক পেন’র সঙ্গে ছিলেন বলিউড বাদশা শাহরুখ খান এবং জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তারা দুই জনই এই পণ্যেটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন। এবার এক নতুন মাত্রা যোগ করলো ‘লিংক পেন’। শাহরুখ-ক্যাটরিনার পর বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে চুক্তি করেছেন তারা। শনিবার এই কলমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি করেছেন সাকিব।
বিজ্ঞাপনের বাজারেও বেশ জনপ্রিয় সাকিব আল হাসান। এরই মধ্যে বেশকিছু পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন। শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের এলজিডি ভবনে উপস্থিত হয়ে এই চুক্তি করে সেই কথাই যেন প্রমান করলেন সাকিব। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রহিত জালান, বিজনেস ম্যানেজার তপন কুমার বাগচি ও অন্যান্যরা। উল্লেখ্য এই পেন কোম্পানিটি বর্তমানে ৫০টিরও বেশি দেশে ব্যবসা পরিচালনা করছে।
বিডি-প্রতিদিন/৫ নভেম্বর, ২০১৬/তাফসীর-২