মৌসুমটা দুর্দান্তভাবে শুরু করেছিলেন তিনি। ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে প্রতিটা ম্যাচেই গোল করছিলেন। কোচ, ম্যানেজার থেকে শুরু করে দলের সদস্য, সমর্থক সবার মন জিতে নিয়েছিলেন। কিন্তু এরপরই হল ছন্দপতন। একদম খেলা থেকেই যেন হারিয়ে গিয়েছেন ইব্রাহিমোভিচ।
শেষ ১১ ম্যাচে গোল মাত্র একটা। বিরক্ত হয়ে পড়ছেন সমর্থকরাও। মোহভঙ্গ হয়েছে ম্যান ইউ কর্মকর্তাদেরও। যার ফলে কোণঠাসা হয়ে পড়েছেন ইব্রা। এই পরিস্থিতিতে সুইডিশ তারকাকে আড়াল করতে আসরে নেমে পড়েছেন ‘দ্য স্পেশাল ওয়ান’ কোচ মোরিনহো।
মোরিনহো বললেন, ‘ইব্রা দলের জন্য খেলছে। সতীর্থদের জন্য সুযোগ তৈরি করছে। নিজেও গোল করার চেষ্টা করছে। স্টোক সিটি, লিভারপুল, চেলসি, বার্নলে ম্যাচে বেশ কিছু সুযোগ পেলেও গোল করতে পারেনি ইব্রা। তবে লক্ষ্য করলে দেখবেন ও কিন্তু প্রতিটা ম্যাচেই প্রচুর পরিশ্রম করেছে। দায়িত্ব নিচ্ছে। তাই ইব্রাকে নিয়ে বিচলিত নই আমি।’
বিডি-প্রতিদিন/৫ নভেম্বর, ২০১৬/তাফসীর-৮