জার্মানির বুন্দেসলিগায় হফেনহেইমের বিরুদ্ধে হোঁচট খেয়েছে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা বায়ার্ন মিউনিখক। স্বাগতিক হয়ে ঘরের মাঠে গোলের দেখা পায়নি জার্মান জ্যায়ান্টের কোনো ফুটবলার। তারপরও প্রতিপক্ষের আত্মঘাতী গোলে হার এড়িয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
শনিবার দিবাগত রাতে অ্যালিনাঞ্জ অ্যারেনায় নিজেদের মাঠে ফেভারিট হিসেবেই নেমেছিল বায়ার্ন। তবে ৭৫ হাজারের বেশি দর্শকের সমাগমে ম্যাচের ১৬তম মিনিটেই পিছিয়ে পড়ে স্বাগতিকরা। নাদিম আমিরির পাস থেকে হফেনহেইমের হয়ে প্রথম গোলটি করেন তুরস্কের তরুণ তারকা মিডফিল্ডার ২৩ বছর বয়সী কেরেম ডেমিরবাই।
তবে, নিজেদের ভুলে এগিয়ে থাকা হয়নি হফেনহেইমের। খেলার ৩৪ মিনিটের মাথায় সুইজারল্যান্ডের অভিজ্ঞ মিডফিল্ডার স্টিভেন জুবেরের আত্মঘাতী গোলের সুবাদে সমতায় ফেলে বায়ার্ন। তবে, অনেক চেষ্টা করেও লিড নিতে পারেনি স্বাগতিকরা। ফলে, হফেনহেইমের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হয় শীর্ষে থাকা বায়ার্নকে।
১০ ম্যাচ শেষে ২৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বায়ার্ন। সমান ম্যাচ খেলে ২০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠে এসেছে হফেনহেইম।
বিডি-প্রতিদিন/০৬ নভেম্বর, ২০১৬/মাহবুব